TRENDING:

Siliguri News|| বন্দে ভারত-কে স্বাগত জানাতে প্রস্তুত এনজেপি! বিশ্ব মানের স্টেশনের ভিত স্থাপন

Last Updated:

মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাতিল হয়েছে বঙ্গসফর। তবে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশের সপ্তম তম এবং রাজ্যের প্রথম ‘বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি এদিন বিমান বন্দরের আদলে এনজেপি স্টেশনএর ভিত স্থাপন করেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: অবশেষে উদ্বোধন হল বন্দে ভারত এক্সপ্রেস। মাতৃ বিয়োগের কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাতিল হয়েছে বঙ্গ সফর। তবে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশের সপ্তম এবং রাজ্যের প্রথম 'বন্দে ভারত' এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি। হাওড়া থেকে নিউজলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চলবে এই বন্দেভারত এক্সপ্রেস।
advertisement

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে নিউ জলপাইগুড়ি স্টেশনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ট, বিজেপির বিধায়ক ও রেলের আধিকারিকরা। এ দিনের এই উদ্বোধনী অনুষ্ঠান লোকজনকে দেখাতে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। উপস্থিত সকলে এই জায়েন্ট স্কিনের মাধ্যমে এদিনের অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

আরও পড়ুনঃ নারী পাচারচক্রের সন্ধান পেল সুন্দরবন পুলিশ জেলা, গ্রেফতার ৩

advertisement

পাশাপাশি এদিন বিমান বন্দরের আদলে এনজেপি স্টেশনকে সাজানোর ভিতপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর নারকেল ফাটিয়ে পুজার্চনা করে এনজেপির নতুন মডেল স্টেশনের ভিতপুজো করা হয়। জানা গিয়েছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যায়ে এনজেপি স্টেশনকে বিমানবন্দরের আদলে তৈরী করা হবে। ৩০ মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে ৷

সাংসদ রাজু বিস্তা এদিন বলেন, আগে এনজেপি থেকে হাওড়া যাতায়াত করতে ১২ ঘন্টা সময় লাগত। এখন এই ট্রেনটি হওয়ায় মাত্র ৭ ঘন্টায় যাত্রা সম্পন্ন হবে । ভারত আর থেমে থেমে নয়, গতিতে এগিয়ে যেতে চায় ৷ আগামী দিনে রেলের মাধ্যমে যোগাযোগ তো বাড়বেই পাশাপাশি পর্যটন ব্যবসায়তেও খুব সহায়ক হবে । পরবর্তীতে এখানকার যুবাদের রোজগারও হবে বলে আশাবাদী তিনি।

advertisement

এ দিকে রেলের তরফে জানানো হয়েছলে বর্তমানে ট্রেনটি ১১০ কিমি বেগে চলবে । তবে মার্চ মাসের মধ্যে ১৩০ গতিতে চলার উপযোগি করা হবে । মালদা পর্যন্ত অ্যাডভান্স ট্র্যাক তৈরির কাজ সম্পন্ন হলেই ১৩০ কিমি গতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘন কুয়াশার সুযোগে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার দিন শেষ! সীমান্তে পুলিশের বড় পদক্ষেপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News|| বন্দে ভারত-কে স্বাগত জানাতে প্রস্তুত এনজেপি! বিশ্ব মানের স্টেশনের ভিত স্থাপন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল