Malda News|| ঝাল-তেঁতো রসোগোল্লা খেতে চান? কোথায় পাওয়া যাচ্ছে জানুন

Last Updated:

মিষ্টি প্রেমীদের চমক দিতে এবার ভিন্ন স্বাদের রসোগোল্লা তৈরি হচ্ছে মালদহে। এবার মালদহ শহরের হিন্দিস্কুল মাঠে আয়োজিত খাই খাই মেলায় এই রসোগোল্লা পাওয়া যাচ্ছে তেতো ও ঝাল স্বাদের।

+
title=

#মালদহঃ রসোগোল্লা আবার ঝাল এমনকি তেঁতো! শুনতে অবাক লাগলেও এমনটাই বাস্তব। মিষ্টি প্রেমীদের চমক দিতে এবার এমনি ভিন্ন স্বাদের রসোগোল্লা তৈরি করছে মালদহের এক মিষ্টান্ন ব্যবসায়ী। এ বার মালদহ শহরের হিন্দিস্কুল মাঠে আয়োজিত খাই খাই মেলায় এই রসোগোল্লা পাওয়া যাচ্ছে।
শুধু ঝাল বা তেঁতো নয়, এমনি এগারো রকমের ভিন্ন স্বাদের রসোগোল্লা তৈরি করেছে মিষ্টি বিক্রেতা। শুরুতেই হিট করেছে মেলার বাজার। নাম শুনে অনেকেই হয়তো মুখ ফেরাচ্ছেন। তবে মিষ্টি প্রেমীরা এক সঙ্গে বিপরীত দুই স্বাদ নিতে খেতে ভিড় করছেন এই মিষ্টি। একটি রসগোল্লা বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। মেলার প্রথম দিন থেকেই আকর্ষণীয় হয়ে উঠেছে এই ভিন্ন স্বাদের রসোগোল্লা।
advertisement
আরও পড়ুনঃ নারী পাচারচক্রের সন্ধান পেল সুন্দরবন পুলিশ জেলা, গ্রেফতার ৩
বর্তমানে বহু মানুষ মধুমেয় রোগে আক্রান্ত। মিষ্টি পছন্দের খাবার হলেও রোগ আক্রান্তের ভয়ে অনেকেই খাওয়া ছেড়ে দিচ্ছেন। তাই মিষ্টি বিক্রেতা থেকে কারিগরেরা সুগার ফ্রি মিষ্টি অনেক আগেই বাজারে নিয়ে এসেছে। এবার সুগারের ভয় কমাতে নতুন সংযোজন তেঁতো ও ঝাল মিষ্টি। তেঁতো রসোগোল্লা তৈরি করা হচ্ছে করলা দিয়ে। থানার তৈরি রসোগোল্লা চিনির রসে দেওয়া হচ্ছে করলা। আবার ঝাল রসোগোল্লায় দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা গুঁড়ো।
advertisement
advertisement
এ ছাড়াও এটি পদ্ধতিতে গাজর, লিচু, আনারস-সহ বিভিন্ন স্বাদের রসোগোল্লা তৈরি করছে দিয়া দই ভান্ডার কর্তৃপক্ষ। মালদহ শহরের খাই খাই মেলা থেকেই এই নতুন রসোগোল্লা তৈরি শুরু। মেলায় ভাল বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে চাহিদার খামতি নেই। তাই আগামী আরো বৃহত্তর পরিকল্পনা নিতে চলেছে দোকান।
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News|| ঝাল-তেঁতো রসোগোল্লা খেতে চান? কোথায় পাওয়া যাচ্ছে জানুন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement