South 24 Parganas News|| নারী পাচারচক্রের সন্ধান পেল সুন্দরবন পুলিশ, গ্রেফতার ৩

Last Updated:

এ বার নারী পাচারচক্রের সন্ধান পেল সুন্দরবন পুলিশ জেলা। এই পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ইতিমধ্যে ৩ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

#কুলপি: এ বার নারী পাচারচক্রের সন্ধান পেল সুন্দরবন পুলিশ জেলা। এই পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ইতিমধ্যে ৩ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে কুলপি এলাকার এক নাবালিকাকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের অক্টোবর মাসের ২১ তারিখে। ওই দিন কুলপি এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীর বাবা থানায় অভিযোগ জানান যে তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুনঃ বাধা দিচ্ছেন দোকানদারেরা, সমুদ্রে নামতে না পেরে হতাশ পর্যটকরা, কোথায় এমন ঘটনা?
জানা যায়, ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই নাবালিকাকে উত্তরপ্রদেশের এক নাচের ঠেকে বিক্রি করে দিয়েছিল পাচারচক্রের লোকজন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাইকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, রাস্তায় হঠাৎ পথ আটকাল দুষ্কৃতীরা, তারপর যা ঘটল ভয়ঙ্কর
এরপর এসআই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাতজনের একটি বিশেষ দল উত্তরপ্রদেশের বালিয়াতে যায়। সেখান থেকে উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় বালিয়ার একটি নাচের ঠেক থেকে ওই নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করে তারা। পুলিশের এই ভূমিকায় খুশি নাবালিকার পরিবারের লোকজন।
advertisement
পুলিশ সূত্রে, খবর এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে মহেশতলার সন্তোষপুরের হানিফ শেখ, শেখ ইমরান ও উত্তরপ্রদেশের বাসিন্দা সালমান হাশমি। তিনজনকে সাতদিনের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে বেহালার এক যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News|| নারী পাচারচক্রের সন্ধান পেল সুন্দরবন পুলিশ, গ্রেফতার ৩
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement