TRENDING:

Siliguri News: শিলিগুড়িতে জাতীয় স্তরের ফুল মেলা, মূল আকর্ষণ রঙবেরঙের গোলাপ

Last Updated:

শিলিগুড়িতে শুরু হয়েছে পুষ্প মেলা। আয়োজকদের দাবি উত্তর-পূর্ব ভারতের মধ্যে এটি বৃহত্তম ফুল মেলা। এমনকি রাজ্যে এত বড় পুষ্প মেলা হয় না বলেও দাবি করেছেন তাঁরা। এই ফুল মেলার মূল আকর্ষণ রংবেরঙের গোলাপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিলিগুড়িতে শুরু হল রাজ্যের অন্যতম বড় পুষ্প মেলা। আয়োজন করেছে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি। শনিবার এই ফুল মেলার উদ্বোধন হয়। চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই পুষ্প মেলার আসর বসেছে। এই মেলার মূল আকর্ষণ রংবেরঙের গোলাপ ফুল।
advertisement

শিলিগুড়ি পুষ্প মেলার আয়োজক শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি জানিয়েছে, পাহাড়-সমতল মিলিয়ে মোট ৮৯ টি স্টল এবারের মেলায় আছে। তবে রঙবেরঙের গোলাপ ঘিরে দর্শনার্থীদের মধ্যে উত্তেজনা যে ব্যাপক তা স্বীকার করেছেন আয়োজকরা।

এই পুষ্প মেলা এবার ৩৯ তম বছরে পা দিয়েছে। এই বিষয়ে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সম্পাদক প্রশান্ত সেন বলেন, "এবার ফুল মেলায় প্রায় ১১০ রকমের ফুলের সমাহার রয়েছে। যা জাতীয় স্তরের বড় পুষ্প প্রদর্শনীকেও টেক্কা দিতে পারে। শুধু ফুল নয়, বাড়িতে টবে তৈরি বেগুন, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলিও এবারের প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে।"

advertisement

আরও পড়ুন: একটা বাঁশের সাঁকো, তার ওপর দিয়েই নদী পারাপার! রাস্তা চলা নয়, এ যেন ব্যালেন্সের খেলা

View More

গোলাপের বিভিন্ন ভ্যারাইটি প্রদর্শনের জন্য মেলার মধ্যেই পৃথক একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। সেখানেই রয়েছে নানা ধরনের গোলাপ। দার্জিলিং ও কালিম্পং থেকে এসেছে বিশেষ অর্কিডের স্টল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পুষ্প প্রদর্শনীতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি, কলকাতা এমনকি প্রতিবেশি রাজ্য সিকিম থেকে মোট আড়াই হাজার ফল, ফুল ও বিভিন্ন ধরনের গাছের টব এসেছে। যা এই প্রদর্শনীর শোভা বর্ধন করছে। এই ফুল মেলায় সাড়ে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেছে।

advertisement

বিভিন্ন ধরনের গাছ বিক্রির জন্য রয়েছে ৮৯ টি স্টল। তার মধ্যে আছে নানা ধরনের অর্কিড, গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া সহ নানা প্রজাতির ফুল। এছাড়া ঘর-বাড়ি সাজানোর জন্য নানা ধরনের গাছ রয়েছে। এছাড়াও আছে বেশ কিছু খাবার ও নানা ধরনের জিনিসের স্টল। এই বিষয়ে আয়োজক কমিটির সভাপতি নান্টু পাল বলেন, "দার্জিলিং জেলার বিভিন্ন পাহাড়, সিকিম সহ সমতলের সমস্ত জায়গা থেকে এই ফুল মেলা দেখতে লোক আসে। এমন বড় আকারের পুষ্প মেলা শিলিগুড়ি ছাড়া রাজ্যের অন্য কোথাও হয় বলে জানা নেই। তাই এই মেলাকে আমরা উত্তর-পুর্ব ভারতের সবচেয়ে বড় পুষ্প মেলা বলে থাকি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে জাতীয় স্তরের ফুল মেলা, মূল আকর্ষণ রঙবেরঙের গোলাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল