হোম /খবর /কোচবিহার /
নদী পারাপার নয়, এ যেন ব্যালেন্সের খেলা! একটা বাঁশ দিয়ে তৈরি সেতু

Coochbehar: একটা বাঁশের সাঁকো, তার ওপর দিয়েই নদী পারাপার! রাস্তা চলা নয়, এ যেন ব্যালেন্সের খেলা

X
নদী [object Object]

নদী পারাপারের জন্য কোচবিহারের ভুতকুরা অঞ্চলে একটিমাত্র বাঁশের তৈরি সাঁকোই ভরসা এলাকার মানুষের। বর্ষাকালে সেটাও থাকে না। পঞ্চায়েত নির্বাচনের আগে স্থায়ী সেতু তৈরির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন গ্রামবাসীরা

  • Share this:

কোচবিহার: দীর্ঘ সময় ধরে নদী পারাপারের কোন‌ও স্থায়ী ব্যবস্থা। ঝুঁকি নিয়ে নদী পার হওয়াটা তাই অভ্যাসে পরিণত হয়ে গেছে এলাকার মানুষের কাছে। তবে এভাবে নদী পার হতে গিয়ে বিপদ‌ও ঘটে। বহু সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। প্রশাসনিক স্তরে এই বিষয়টি জানানো হয়েছে বহুবার। কিন্তু সমস্যার সমাধান হয়নি। কোচবিহারের ভুতকুরা এলাকার ঘটনা।

এই এলাকায় বর্তমানে একটি মাত্র বাঁশের খুঁটির উপর দিয়ে ঝুঁকি নিয়েই নদী পার হয় মানুষ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই একমাত্র বাঁশের খুঁটির সাঁকোর পরিবর্তে স্থায়ী সেতুর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

এলাকার মানুষের অভিযোগ, বর্ষার সময় এই একমাত্র বাঁশের সাঁকোটাও থাকে না। স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ বর্মন জানান, "দীর্ঘ সময় ধরে এলাকার নদী পারাপার করার কোনও রাস্তা নেই। এই এলাকার মানুষদের দিনহাটার দিকে কোনও কাজে যেতে হলে ভেটাগুড়ি হয়ে যেতে হয়। তার ফলে অনেকটা সময় নস্ট হয়ে। সাধারণ দিনে তবুও এই পথ থাকে। তবে বর্ষায় নদীর জল বেড়ে গেলছ এই রাস্তাটি আর থাকে না। তখন সমস্যা আরও বেড়ে ওঠে। যদি সরকারি স্থায়ী সেতুর ব্যবস্থা করে দেয় তবে এলাকার মানুষদের অনেকটাই সুবিধে হবে। কিন্তু বিষয়টি বারবার প্রশাসনিক মহলে জানিয়েও কোন‌ও সাড়া পাওয়া যায়নি।"

আরও পড়ুন: মানুষ মারার পর রাভা বস্তিতে মিড ডে মিলের চাল লুঠ করল হাতি!

এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে নদীর উপর স্থায়ী সেতু করার দাবি ক্রমশাই জোরালো হয়ে উঠছে। এলাকার মানুষের দাবি, কোচবিহারের অন্যান্য জায়গায় উন্নয়নমূলক কাজ হলেও তাঁরা বঞ্চিত থেকে গিয়েছেন। গ্রামবাসীদের আশা, ভোটের কথা ভেবে অন্তত পঞ্চায়েতের পক্ষ থেকে নির্বাচনের আগে কিছু একটা ব্যবস্থা করা হতে পারে।

সার্থক পণ্ডিত

Published by:Kaustav Bhowmick
First published: