Vande Bharat Sleeper: শুধু কনফার্ম টিকিটেই যাত্রা! হাওড়া থেকে কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া কত?

Last Updated:
বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া অবশ্য রাজধানীর মতো অন্যান্য প্রিমিয়াম ট্রেনের ভাড়া তুলনায় সামান্য বেশি থাকছে৷
1/7
আগামী ১৭ জানুয়ারি হাওড়া থেকে অসমের গুয়াহাটির মধ্যে চলাচলকারী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদহ থেকে এই ট্রেনের উদ্বোধন করবেন তিনি৷
আগামী ১৭ জানুয়ারি হাওড়া থেকে অসমের গুয়াহাটির মধ্যে চলাচলকারী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদহ থেকে এই ট্রেনের উদ্বোধন করবেন তিনি৷
advertisement
2/7
নতুন এই ট্রেনের টিকিটিং বুকিংয়ের নিয়মেও বড়সড় বদল এনেছে ভারতীয় রেল৷ জানা গিয়েছে, বন্দে ভারতের এই স্লিপার ট্রেনের জন্য কোনও আরএসি টিকিট বিক্রি করা হবে না৷ ফলে শুধুমাত্র কনফার্ম টিকিট থাকবে যে যাত্রীদের, তাঁরাই এই ট্রেনে উঠতে পারবেন৷
নতুন এই ট্রেনের টিকিটিং বুকিংয়ের নিয়মেও বড়সড় বদল এনেছে ভারতীয় রেল৷ জানা গিয়েছে, বন্দে ভারতের এই স্লিপার ট্রেনের জন্য কোনও আরএসি টিকিট বিক্রি করা হবে না৷ ফলে শুধুমাত্র কনফার্ম টিকিট থাকবে যে যাত্রীদের, তাঁরাই এই ট্রেনে উঠতে পারবেন৷
advertisement
3/7
এর ফলে আরও আরামদায়ক সফর করতে পারবেন যাত্রীরা৷ কারণ আরএসি টিকিট না থাকায় অন্য যাত্রীদের সঙ্গে কাউকেই বার্থ শেয়ার করতে হবে না৷
এর ফলে আরও আরামদায়ক সফর করতে পারবেন যাত্রীরা৷ কারণ আরএসি টিকিট না থাকায় অন্য যাত্রীদের সঙ্গে কাউকেই বার্থ শেয়ার করতে হবে না৷
advertisement
4/7
এর পাশাপাশি, এই ট্রেনে কোনও ভিআইপি অথবা ইমার্জেন্সি কোটা থাকছে না৷ এমন কি, রেলের শীর্ষ আধিকারিকরাও রেলের পাস নিয়ে এই ট্রেনে সফর করতে পারবেন না৷ ফলে ট্রেনের সব টিকিটই পাবেন সাধারণ যাত্রীরা৷
এর পাশাপাশি, এই ট্রেনে কোনও ভিআইপি অথবা ইমার্জেন্সি কোটা থাকছে না৷ এমন কি, রেলের শীর্ষ আধিকারিকরাও রেলের পাস নিয়ে এই ট্রেনে সফর করতে পারবেন না৷ ফলে ট্রেনের সব টিকিটই পাবেন সাধারণ যাত্রীরা৷
advertisement
5/7
বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া অবশ্য রাজধানীর মতো অন্যান্য প্রিমিয়াম ট্রেনের ভাড়া তুলনায় সামান্য বেশি থাকছে৷ ট্রেনের থ্রি এসি-তে প্রতি কিলোমিটার পিছু ভাড়া ধার্য করা হয়েছে ২.৪০ টাকা৷ টু এসি-তে ৩.১০ টাকা এবং এসি প্রথম শ্রেণিতে ভাড়া ধরা হয়েছে ৩.৮০ টাকা৷
হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত বন্দে ভারত স্লিপারে প্রথম শ্রেণিতে যাত্রার ভাড়া পড়বে ৩৬৪০ টাকা৷ এসি টু-তে ভাড়া পড়বে ২৯৭০ টাকা৷
advertisement
6/7
এই হিসেবে ৪০০ কিলোমিটার যেতে বন্দে ভারত স্লিপার ট্রেনে থ্রি এসি-তে ভাড়া পড়বে ৯৬০ টাকা৷ টু এসি-তে ১২৪০ টাকা, এসি প্রথম শ্রেণিতে ভাডা় ১৫২০ টাকা৷ এর সঙ্গে জিএসটি যুক্ত হবে৷
হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত বন্দে ভারত স্লিপারে এসি থ্রি-তে যাত্রার ভাড়া পড়বে ২২৯৯ টাকা৷ এই ট্রেনে ঝাঁকুনি হবে অনেক কম, ট্রেন চলার শব্দও সেভাবে কানে আসবে না যাত্রীদের৷ ফলে যাত্রা হবে আরও আরামদায়ক৷
advertisement
7/7
বন্দে ভারত স্লিপার ট্রেনে পাঁচটি থ্রি এসি, চারটি টু এসি এবং একটি এসি প্রথম শ্রেণির কামরা থাকছে৷ মোট ৮২৩টি বার্থ থাকবে ট্রেনে৷
বন্দে ভারত স্লিপার ট্রেনে পাঁচটি থ্রি এসি, চারটি টু এসি এবং একটি এসি প্রথম শ্রেণির কামরা থাকছে৷ মোট ৮২৩টি বার্থ থাকবে ট্রেনে৷
advertisement
advertisement
advertisement