আলিপুরদুয়ার: কালচিনির রাভা বস্তিতে হাতির হানা অব্যহত। এতদিন চাষের জমিতে তাণ্ডব চালানোর পর হাতি মানুষের বাড়ি ভাঙচুর করছিল। তাদের হানায় ইতিমধ্যেই রাভা বস্তিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে এই প্রথম সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে হানা দিল হাতি।
কালচিনির রাভা বস্তিতে হাতির হানা এখন রোজের ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে আসে। এরপর সে লোকালয় সংলগ্ন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ঘর ভেঙে ফেলে। সেখানকার চালের বস্তা হাতিটি তুলে নিয়ে গেছে বলে এলাকার মানুষ জানিয়েছে। সকালের আলো ফুটতেই হাতিটি আবার জঙ্গলে ফিরে যায় বলে খবর।
রাভা বস্তির প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে হাতির মিড ডে মিলের চাল লুটের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। গ্রামবাসীরা নিজেদের বাড়িতে খাবার জন্য চাল, কলা রাখতে ভয় পাচ্ছেন। ভোরের দিকে হাতি যেভাবে মারণ আক্রমণ করছে তাতে আতঙ্ক ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বন দফতর জানিয়েছে, ঘন কুয়াশার মধ্যে ভোরবেলা হাতি হানা দিচ্ছে, তাই কালচিনিতে মৃত্যু বাড়ছে।
তবে স্কুলে হাতির হানার পর সন্তানদের সেখানে পাঠাতে ভয় পাচ্ছেন অভিবাবকরা। দিনের বেলাতেও হাতি জঙ্গল থেকে বেরিয়ে স্কুলে হানা দিলে ভয়ঙ্কর বিপদ হতে পারে বলে তাঁদের আশঙ্কা। এই হাতির হানা নিয়ে এলাকার মানুষের মনে ক্ষোভ তুঙ্গে উঠেছে। সকলের অভিযোগের আঙুল বন দফতরের দিকে। এলাকার মানুষের দাবি, বন দফতর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news