Malda News: ৮৬ লক্ষ টাকা খরচ করে তৈরি রাস্তার এক বছরের মধ্যে কঙ্কাল বেরিয়ে পড়েছে! দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ঐতিহ্যবাহী কালী মন্দিরে যাওয়ার রাস্তা মাত্র বছর খানেক আগে ৮৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তার পিচের চাদর উঠে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। ফলে চলাফেরা করতে ব্যাপক অসুবিধায় পড়ছেন সকলে
মালদহ: গ্রামের ঐতিহ্যবাহী কালি মন্দিরে যাওয়ার রাস্তা নতুন করে তৈরি হওয়ার এক বছরের মধ্যে নষ্ট হয়ে গিয়েছে। পিচের চাদর উঠে পাথর বেরিয়ে পড়ছে, তার কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাস্তা তৈরির কাজ কতটা অবহেলায় হয়েছে। আর তাতে প্রবল ক্ষুব্ধ মালদহের আড়াইডাঙা পঞ্চায়েতের মানুষ। তাঁরা এই রাস্তা তৈরির কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন।
রতুয়া-২ ব্লকের আড়াইডাঙা পঞ্চায়েতের প্রাচীন গোবরজনা কালী মন্দির যাওয়ার রাস্তার এই বেহাল দশা। গোবরজনা বাস স্ট্যান্ড থেকে পুখুরিয়া মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা বছর দেড়েক আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ করা অর্থে সংস্কার করা হয়। এর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সেই রাস্তার এই বেহাল অবস্থার কারণ হিসেবে গ্রামবাসীদের অভিযোগ, নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করার ফলেই বছর ঘুরতে না ঘুরতে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে। তাঁরা সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ তুলছেন। গ্রামবাসীরা দুর্নীতির অভিযোগের সরব হয়েছেন।
advertisement
advertisement
রাস্তার এই বেহাল অবস্থার কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে কালী মন্দিরে আসা ভক্ত সকলকে। প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। প্রায়ই তাঁদের কাউকে না কাউকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।
কালী মন্দিরে যাওয়ার রাস্তা নিয়ে গ্রামবাসীদের এই ক্ষোভের কথা জানা নেই স্থানীয় জনপ্রতিনিধিদের! এই বিষয়ে রতুয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী দাস বলেন, "বিষয়টি আমার জানা নেই। এই বিষয়ে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। তবে গোবরজনা কালী মন্দির পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সংবাদ মাধ্যমে শুনলাম। এই বিষয়ে তদন্ত করে দেখা হবে।"
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 5:00 PM IST