TRENDING:

Siliguri Durga Puja 2022 II শিলিগুড়ির এই মন্ডপ যেন জীবনযাত্রার প্রতিবিম্ব! থিমের নাম সংসার

Last Updated:

সংসার নিয়ে সপরিবারে আসছেন মা দুর্গা। শিলিগুড়ির সংঘশ্রীতে এবার পূজার থিম সেই সংসার। দুর্গার পরিবারে অবশ্য অভাব অনটন নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : সংসার নিয়ে সপরিবারে আসছেন মা দুর্গা। শিলিগুড়ির সংঘশ্রীতে এবার পূজার থিম সেই সংসার। দুর্গার পরিবারে অবশ্য অভাব অনটন নেই। কিন্তু মধ্যবিত্তের পরিবারে নানা অভাব অনটন। মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রায় তার প্রভাব ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপ সজ্জায়। এবার ৫৬ বছরে পা দিয়েছে সুভাষপল্লীর সংঘশ্রীর পুজো। মন্ডপ সজ্জায় প্লাস্টিক মুক্ত মন্ডপে ব্যবহার হয়েছে প্রায় ১০ টন লোহা ও কাঠ। লোহার টিন, জাল, কোদাল-বেলচা দিয়ে ফুটিয়ে তীলা হচ্ছে নানা অবয়ব। এবছর সেরা মন্ডপ সজ্জার জন্য বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কারও পেয়েছে এই ক্লাব। মন্ডপ এর কানায় কানায় নিম্নবিত্ত পরিবারের ছবি ফুটে উঠেছে।
advertisement

আগামী দিনে মূল্যবৃদ্ধি জেরে কি পরিমান বাজে পরিচিতি সম্মুখীন হতে পারে মানুষ তারই চিত্র ফুটে উঠেছে মন্ডপ শয্যায় সমস্ত পরিবেশ বান্ধব সামগ্রী এই পুজোয় ব্যবহার করা হয়েছে। মায়ের প্রতিমাতেও রয়েছে তার ছাপ দু'রকম প্রতিমা রয়েছে একদিকে রয়েছে মায়ের সাবেকি প্রতিমা এবং অন্যদিকে তারই পাশে রয়েছে নিম্নবিত্ত পরিবারের দুর্গা রূপী মা।

advertisement

আরও পড়ুনঃ প্রথমবার অঞ্জলি দিয়ে দুর্গা মায়ের আরাধনায় চা বাগানের ঘুরন্তি-যশোমতীরা

পূজা কমিটির সম্পাদক শৈবাল দত্ত বলেন, মূল্যবৃদ্ধি বাজারে মানুষকে প্রতিদিন লড়াই করতে হচ্ছে পেট্রো পন্যের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রোজকার জীবন চালাতে যেসব জিনিস দরকার হয় তার সব কিছুরই দাম বেড়েছে। এই পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রা কার্যত নাজেহাল হয়ে উঠেছে। সেই পরিস্থিতিটাই আমরা ফুটিয়ে তুলতে চাইছি আমাদের পূজা মন্ডপে। বর্তমান সমাজের জ্বলন্ত সমস্যা আমাদের মন্ডপে প্রতিবিম্ব হয়ে দেখা দেবে। থিমের সঙ্গে মিল রেখেই প্রতিমা তৈরী করা হচ্ছে। মন্ডপে প্লাস্টিক থার্মোকলের ব্যবহার করা হচ্ছে না।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri Durga Puja 2022 II শিলিগুড়ির এই মন্ডপ যেন জীবনযাত্রার প্রতিবিম্ব! থিমের নাম সংসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল