আগামী দিনে মূল্যবৃদ্ধি জেরে কি পরিমান বাজে পরিচিতি সম্মুখীন হতে পারে মানুষ তারই চিত্র ফুটে উঠেছে মন্ডপ শয্যায় সমস্ত পরিবেশ বান্ধব সামগ্রী এই পুজোয় ব্যবহার করা হয়েছে। মায়ের প্রতিমাতেও রয়েছে তার ছাপ দু'রকম প্রতিমা রয়েছে একদিকে রয়েছে মায়ের সাবেকি প্রতিমা এবং অন্যদিকে তারই পাশে রয়েছে নিম্নবিত্ত পরিবারের দুর্গা রূপী মা।
advertisement
আরও পড়ুনঃ প্রথমবার অঞ্জলি দিয়ে দুর্গা মায়ের আরাধনায় চা বাগানের ঘুরন্তি-যশোমতীরা
পূজা কমিটির সম্পাদক শৈবাল দত্ত বলেন, মূল্যবৃদ্ধি বাজারে মানুষকে প্রতিদিন লড়াই করতে হচ্ছে পেট্রো পন্যের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রোজকার জীবন চালাতে যেসব জিনিস দরকার হয় তার সব কিছুরই দাম বেড়েছে। এই পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রা কার্যত নাজেহাল হয়ে উঠেছে। সেই পরিস্থিতিটাই আমরা ফুটিয়ে তুলতে চাইছি আমাদের পূজা মন্ডপে। বর্তমান সমাজের জ্বলন্ত সমস্যা আমাদের মন্ডপে প্রতিবিম্ব হয়ে দেখা দেবে। থিমের সঙ্গে মিল রেখেই প্রতিমা তৈরী করা হচ্ছে। মন্ডপে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার করা হচ্ছে না।
Anirban Roy