Siliguri News: প্রথমবার অঞ্জলি দিয়ে দুর্গা মায়ের আরাধনায় চা বাগানের ঘুরন্তি-যশোমতীরা

Last Updated:

দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইতিমধ্যেই ইউনেস্কোর ভেরিটেড স্বীকৃতি পেয়েছে বাঙালির এই সার্বজনীন দুর্গাপুজো। সার্বজনীন হলেও কোথাও গিয়ে কিছু মানুষ বঞ্চিত থেকে যায় এই দুর্গাপুজো থেকে।

+
title=

#কাওয়াখালি : দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইতিমধ্যেই ইউনেস্কোর ভেরিটেড স্বীকৃতি পেয়েছে বাঙালির এই সার্বজনীন দুর্গাপুজো। সার্বজনীন হলেও কোথাও গিয়ে কিছু মানুষ বঞ্চিত থেকে যায় এই দুর্গাপুজো থেকে। এ বছর এই প্রথমবার অঞ্জলি দিয়ে দুর্গা মায়ের আরাধনায় চা বাগানের ঘুরন্তি-যশোমতীরা। মাদল বাজিয়ে নাচের তালে আনন্দে উৎসবে মেতে উঠলেন তারা।অনির্বাণ-পৌলমীর সান্নিধ্যে এবার প্রথমবার দেবী দুর্গার আরাধনায় চা বাগানের লোকেরা। সার্বজনীন দুর্গোৎসব বলা হলেও কেউ কেউ হয়তো দুর্গাপুজো থেকে বঞ্চিত থেকে যায়।
 
 
advertisement
এবার তাদের নিয়েই দুর্গাপূজো পালন করলো এই দম্পতি। দীর্ঘদিন ধরে অনির্বাণ এবং পৌলমী একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। তারা মূলত মোবাইল লাইব্রেরী নিয়ে বিভিন্ন চা বাগানে ঘুরেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত দুঃস্থ পড়ুয়ারা রয়েছে তাদের শিক্ষার যোগান দেয়া। তারা প্রতিদিন গিয়ে চা বাগানের শিশুদের পড়িয়েছেন। এছাড়াও এই দম্পতি বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ বছর জুড়েই করে আসছেন।
advertisement
 
প্রায় ৩০ টি গ্রাম ১৬ টি চা বাগানের অজস্র মানুষের ঢল দেখা যায় এদিন তাদের পুজোয়। বছরের পর বছর পেরিয়ে গেলেও তারা কোনদিনও অঞ্জলি দেয়নি। দাদা - দিদি দের জন্য অনেক আনন্দে , মাদল বাজিয়ে গান করে উপভোগ করে তারা খুব খুশি বলে জানালেন যোসমতিরা। এদিন পৌলমী নন্দী জানান ওদের জন্যই এই পুজোর আয়োজন। সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার মজা তাই আলাদা।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: প্রথমবার অঞ্জলি দিয়ে দুর্গা মায়ের আরাধনায় চা বাগানের ঘুরন্তি-যশোমতীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement