শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে জেলাশাসক জানান, শিলিগুড়ি মহকুমা এলাকার সরকারি ও বেসরকারি স্কুল মিলিয়ে প্রায় ১ হাজার ২১৫ টি স্কুলে টিকাকরণ প্রক্রিয়া চলবে। স্কুলভিত্তিক টিকাকরণ প্রক্রিয়া শেষ হলে স্থানীয় কমিউনিটি হলগুলিতে টিকাকরণ করা হবে। একইসঙ্গে শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও মিলবে টিকা। তবে বাড়ি বাড়ি টিকাকরণ হবে না বলে জানান জেলাশাসক।
advertisement
আরও পড়ুন: বাংলার 'গোলাপ সুন্দরী' পদব্রজে পৌঁছবেন দিল্লি, উত্তর ভারতকে বাল্যবিবাহের বিপদ বোঝাবেন
জেলা প্রশাসন সূত্রে খবর, পাহাড়ের স্কুলগুলিতে শীতের ছুটি চলছে। তাই দার্জিলিং জেলার পাহাড়ে ১৫ ফেব্রুয়ারি থেকে টিকাকরণ শুরু হবে। তবে সমতলের চারটি ব্লকে বাকি রাজ্যের সঙ্গে ৯ জানুয়ারি থেকেই টিকাকরণ শুরু হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন বলেন, "হাম ও রুবেলাকে নির্মূল করার জন্য শিলিগুড়ি পুরসভার প্রতিটি হেল্থ সেন্টারে টিকা দেওয়া হবে।" স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের মোট ৪ কোটি ৭২ লক্ষ ৫ হাজার ৮২৯ জন শিশুকে এই টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে। এরমধ্যে গোটা দার্জিলিং জেলায় ৩ লক্ষ ৭৪ হাজার ৮৮১ জন শিশু আছে। শিলিগুড়ি মহকুমা ও পুরসভা এলাকায় টিকাকরনের আওতায় আসা বাচ্চার সংখ্যা সরকারি হিসেবে ২ লক্ষ ৬৩ হাজার ১৫৩ জন। প্রতিদিন গড়ে ৯ হাজার জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ৫৮২ টি সরকারি প্রাইমারি স্কুল, ৩১৩টি হাইস্কুল ও ৩২০ টি বেসরকারি স্কুলের পড়ুয়াদের টিকা দেওয়া হবে।
অনির্বাণ রায়