র্যাপ কালচার কীভাবে আসা? সেকথা জিজ্ঞেস করলে বৃষ্টি বলে ছোটবেলা থেকেই কবিতা লিখতে তার ভাল লাগত। তাই কবিতা লেখার চর্চা তার বরাবরই ছিল। ক্লাস এইটে পড়াকালীন সে কবিতা লেখা শুরু করে। স্থানীয় একটি ইউটিউব চ্যানেলে ইসলামপুরের কিছু দাদাদের র্যাপ দেখে সে অভিভূত হয়ে যায়। তারপর নিজের লেখা কবিতাগুলোকে ছন্দে ফেলে প্র্যাকটিস করা শুরু করে সে। তারপরেই কেল্লাফতে। ইন্টারনেটে আসতেই তার ভিডিও ভাইরাল হয়ে যায়। কোটি কোটি লোক তার ভিডিও দেখে তাকে বাহবা দিয়েছেন।
advertisement
আরও পড়ুন : ইমিউনিটি বাড়াতে জুড়িহীন! এই শাক চাষে উৎসাহ বাড়াতে উদ্যোগ কৃষি দফতরের
বৃষ্টি জানিয়েছে, "আমি ভাবতেও পারিনি আমার এই ভিডিও এতটা ভাইরাল হবে। এত লোক আমাকে দেখবে। আমার বরাবরই ইচ্ছা একজন র্যাপ আর্টিস্ট হওয়ার। বাড়ির অবস্থা খুব একটা ভাল নয় তাই বাবা গানের স্কুলে দিতে পারেনি। নিজে থেকেই দেখে দেখে শিখেছি। আমি সকলের উদ্দেশে বলতে চাই আমি যদি পারি তাহলে সকলেই পারবে।"