দশকের পর দশক ধরে বলিউড এবং টলিউডের প্রিয় শ্যুটিং স্পট দার্জিলিং। আবার নতুন করে পাহাড় রাঙিয়ে সেই পুরনো গৌরব ফিরে আসছে দার্জিলিং জুড়ে । চলছে রমরমিয়ে শ্যুটিং। মাঝে বিক্ষোভ আন্দোলনের জেরে বহুদিন কাজ বন্ধ ছিল। তবে এখন দেদারে চলছে। টিনসেল টাউনের আনাগোনা বাড়ায় দার্জিলিং আবার চলচ্চিত্র পর্যটনের ম্যাপে জায়গা করে নিয়েছে।
advertisement
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
পুরনো যে কয়েকটা সিনেমা এখানে শ্যুট হয়েছে যেমন বরসাত , কাঞ্চনজঙ্ঘা, আয়ে দিন বাহার কে, বাহারো কি মঞ্জিল , ঝুক গায়া আসমান, মহল, আরাধনা, হামরাজ। সত্তরের দশকে এক ঝাঁক বলিউড সিনেমার শ্যুটিং হয় দার্জিলিংয়ে । মাঝে ৯০ এর দশকে সেরকমভাবে সিনেমা না হলেও ২০০০ সাল থেকে আবার নতুন করে উন্মাদনা দেখা যায় দার্জিলিংয়ে কাজ করার। মিস্টার মিসেস আইয়ার ,ম্যায় হু না, বারফি, কাহানি ২ র মত বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে। কিছুদিন আগেও করিনা কাপুর তার নতুন ছবির শ্যুট করে গেলেন। অমিত কুমারকে দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ে এদিন।
অনির্বাণ রায়