Siliguri News: শিলিগুড়ির মেয়রের ওয়ার্ডে ভয়ানক কাণ্ড! নর্দমা পরিষ্কার করতে গিয়ে ‌যা মিলল চোখ কপালে উঠবে

Last Updated:

মেয়রের ওয়ার্ডে নর্দমা সাফাই করতে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।আগ্নেয়াস্ত্র নাকি খেলনা বন্দুক? তা জানতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।

+
নর্দমা

নর্দমা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

#শিলিগুড়ি: মেয়রের ওয়ার্ডে নর্দমা সাফাই করতে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওয়ার্ড কাউন্সিলর মিলি সিনহা। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র নাকি খেলনা বন্দুক? তা জানতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
প্রসঙ্গত,মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুরনিগমের এক সাফাই কর্মী ১৭ নম্বর ওয়ার্ডের নর্দমা পরিষ্কার করতে আসেন। শিলিগুড়ি গার্লস স্কুল সংলগ্ন এলাকার নর্দমা পরিষ্কার করার সময় আবর্জনার সঙ্গে উঠে আসে একটি আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে ঘাবরে যান সাফাই কর্মী। প্রথমে তিনি মনে করেন খেলনা বন্দুক হতে পারে।
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
পরে ভাল করে দেখে এটিকে আগ্নেয়াস্ত্র বলে মনে হয়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানিয়ে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহাকে খবর দেন। তিনি এসে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। কে বা কারা আগ্নেয়াস্ত্রটি নর্দমায় ফেলে রেখেছে, আদৌ এটি আগ্নেয়াস্ত্র কিনা তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
মিলি সিনহার দাবি ১৭ নম্বর ওয়ার্ডের মানুষজন এই ঘটনা ঘটাতে পারে না। বাইরে থেকে এসে কেউ আগ্নেয়াস্ত্রটি ফেলে দিয়ে যেতে পারে। এদিকে আগ্নেয়স্ত্রটি যেখান থেকে উদ্ধার হয় তার একদিকে রয়েছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল। অন্যদিকে শিলিগুড়ি কলেজ। তার কিছু দূরেই শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের বাড়ি। এমন একটি ওয়ার্ডে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় উদ্বেগ বাড়িয়েছে ওয়ার্ডবাসীদের। উদ্বিগ্ন ওয়ার্ড কাউন্সিলরও।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়ির মেয়রের ওয়ার্ডে ভয়ানক কাণ্ড! নর্দমা পরিষ্কার করতে গিয়ে ‌যা মিলল চোখ কপালে উঠবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement