স্টেডিয়াম গ্যালারি প্রায় ভগ্ন দশা, ঠিক নেই ড্রেসিংরুম । মূলত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রথমত স্টেডিয়াম কমিটির দ্বারা সমস্ত কিছু পরিচালিত হত ,দেখভালের দায়িত্বেও ছিল তারা । ২০২১ সালের ১৬ অগাস্ট রাজ্য সরকার এই স্টেডিয়ামের দায়িত্বভার নেন এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় । তা সত্ত্বেও স্টেডিয়ামের অবস্থা খুব একটা ভাল নয় বলে দাবি করছে মহাকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক কুন্তল গোস্বামী ।
advertisement
প্রসঙ্গত, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম (এছাড়াও কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন নামেও পরিচিত) হল ভারতের শিলিগুড়িতে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম । এটি প্রধানত ক্রিকেট ও ফুটবল খেলায় ব্যবহৃত হয় । স্টেডিয়ামটি ১৯৮০ এর দশকে তৈরি করা হয়েছিল এবং এর ধারণক্ষমতা প্রায় ৩০,০০০ জন । রঞ্জি ট্রফি এবং ফেডারেশন কাপের মতো স্বনামধন্য ক্রীড়া ইভেন্ট এখানে সময়ে সময়ে আয়োজিত হয়েছিল । নেহেরু গোল্ড কাপেরও আয়োজন করা হয়েছিল এখানে এবং যুব হোস্টেল কমপ্লেক্সও এখানে অবস্থিত।
আরও পড়ুন : শিকারি যখন নিজেই বন্দি! রোজ রাতে ছাগল খেতে এসে খাঁচায় পড়ল চিতাবাঘ
আরও পড়ুন : আদালত অবমাননার অভিযোগ, উত্তরবঙ্গ মেডিক্যালের সুপারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আজ পর্যন্ত রনজি ট্রফির ১১টি খেলা এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । ২০১০ সালে ট্রফির প্রথম খেলা বেঙ্গল ক্রিকেট দল ও পাঞ্জাব ক্রিকেট দলের মাঝে অনুষ্ঠিত হয়েছিল । কিন্তু বর্তমানে কোন বড় মাপের খেলাই হচ্ছে না এখানে । বর্তমানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ির পারিপার্শ্বিক, স্থানীয় খেলা পরিচালনা করা সম্ভব তবে বাইরের কোনও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচ এ মাঠে করানো সম্ভব নয় ৷ তার জন্য আরও উন্নত মানের স্টেডিয়াম দরকার বলে জানান ক্রীড়া পরিষদের সম্পাদক কুন্তল গোস্বামী। এ প্রসঙ্গে ডেপুটির মেয়র রঞ্জন সরকার জানান ‘‘অতি শীঘ্রই আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে এক নতুন আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের রূপে দেখতে পাব ৷ ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’’





