শিকারি যখন নিজেই বন্দি! রোজ রাতে ছাগল খেতে এসে খাঁচায় পড়ল চিতাবাঘ
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Jalpaiguri Leopard : কয়েক দিন ধরেই এলাকায় ঘনঘন ছাগল চুরির ঘটনা সামনে আসছিল কিন্তু কীভাবে এই ঘটনা ঘটছে তা বুঝতে পারছিলেননা কেউ। শেষে জানা গেল রহস্য।
গীতশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়ি : কয়েক দিন ধরেই এলাকায় ঘন ঘন ছাগল চুরির ঘটনা হয়ে চলেছিল ৷ কিন্তু কীভাবে এই ঘটনা ঘটছে, তার ইয়ত্তা করতে পারছিলেন না স্থানীয় মানুষ । এ দিকে দিনের পর দিন নিজেদের কষ্ট করে লালন পালন করা ছাগল এই ভাবে চুরি হয়ে যাওয়াতে মনে মনে খুব কষ্টে ছিলেন এলাকাবাসী। কিন্তু কিছুতেই কোনও ভাবে ছাগল চুরির ঘটনা দমন করা যাচ্ছিল না । এই চোর কি মানুষ? নাকি অন্য কোনো ভয়ংকর প্রাণী? রহস্য লুকিয়ে ছিল জলপাইগুড়ির উড়িয়াপট্টির মানুষের চিন্তাভাবনায়।
অবশেষে ছাগল চুরির ঘটনায় কিনারা করলেন এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি থানার বিন্নাগুরি আউটপোস্ট এলাকার তেলিপাড়ার কালুয়া কলোনির উড়িয়াপট্টিতে । ছাগল চুরির ঘটনায় তাঁরা সন্দেহ করছিলেন চিতাবাঘকে । আর সত্যিই তাঁদের সন্দেহে কোনও ভুল ছিল না । এমনটাই প্রমাণিত হল এ দিন । চিতাবাঘের ছাগল চুরির ঘটনাই রহস্য। বিষয়টি নিয়ে চিন্তার পাশাপাশি নজর রাখছিলেন এলাকাবাসী। কে নিচ্ছে এভাবে ছাগল? কিন্তু এ দিন রাতে আর পার পেল না চোর । ছাগল শিকারে এসে আটকেপড়লো চিতাবাঘ । অবশেষে ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘকে উদ্ধার করল বনদফতর।
advertisement
advertisement
আরও পড়ুন : আপনার রাশি অনুযায়ী কোন প্রসাদ দেবেন জন্মাষ্টমীর পুজোয়? ভাগ্য সুপ্রসন্ন করতে জানুন এখনই
view commentsবুধবার রাতে আওয়াজ শুনে আলো ফেলতেই রহস্য ফাঁস । চোখের সামনে জলজ্যান্ত চিতা । লাইট দেখে ঘরে ঢুকতেই বেড়ার জালে আটকা পড়ল সেই শ্বাপদ । বুধবার রাতে ফের ছাগল খেতে এসেই বিপত্তি । চুপিচুপি আর জঙ্গলে পালাতে পারল না চিতা। ঘটনায় আতঙ্কিত বাড়ির মালিক শ্যাম ওঁরাও । চোখের সামনে চিতাবাঘ দেখে এলাকাবাসীরা খবর দেন বনদফতরকে । খবর যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের পাশাপাশি বনদফতরের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীর কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা এবং বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। রাতে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতর ।
Location :
First Published :
August 18, 2022 2:52 PM IST

