Sukanya Mondal : দুর্নীতির বিতর্কের মাঝেই ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ রিমিক্সের সঙ্গে অনুব্রতকন্যার নাচের ভিডিও ভাইরাল

Last Updated:

Sukanya Mondal : সাম্প্রতিক গরু পাচার মামলায় বাবার সঙ্গে তিনিও চলে এসেছেন আলোচনা ও চর্চায় ৷ এ বার অনুব্রতকন্যার নাচ ভাইরাল হয়ে পড়ল

কলকাতা : তাঁকে প্রকাশ্যে বড় একটা দেখা যায়নি ৷ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কার্যত দূরেই থাকতেন সুকন্যা মণ্ডল ৷ সাম্প্রতিক গরু পাচার মামলায় বাবার সঙ্গে তিনিও চলে এসেছেন আলোচনা ও চর্চায় ৷ এ বার অনুব্রতকন্যার নাচ ভাইরাল হয়ে পড়ল ৷
জনপ্রিয় লোকসঙ্গীত ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল/ সেই চুলে বেঁধে দিব লাল গেন্দা ফুল’-এর রিমিক্সের সঙ্গে তিনি নেচেছেন ও সেই নাচ শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ এখন তাঁর সেই নাচের ভিডিও ক্লিপ ঘুরছে সমাজমাধ্যমে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে নীল শাড়ি পরা সুকন্যা নাচছেন ঘরেই মধ্যেই ৷ প্রেক্ষাপটে বাজছে বছর দুয়েক আগে তুমুল জনপ্রিয় হওয়া সেই রিমিক্স গান ৷ সে সময়েই তাঁর নাচ শেয়ার করেছিলেন সুকন্যা ৷ ২০২০ সালের ১০ জুন ফেসবুকে তাঁর প্রোফাইলে তিনি শেয়ার করেছিলেন নিজের নাচ ৷ যদিও  সেই প্রোফাইল বা নাচের ভিডিওর সত্যাসত্য যাচাই করেনি নিউজ18৷
advertisement
প্রসঙ্গত অনুব্রতর মতো তাঁর মেয়ে সুকন্যাকে ঘিরেও দেখা দিয়েছে একাধিক বিতর্ক ৷ অভিযোগ বাড়ির কাছেই এক প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার চাকরি পেয়েছিলেন তিনি ৷ কিন্তু তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মেয়ে নাকি টেট না দিয়েই এই চাকরি পান ৷ এখানেই শেষ নয় ৷ সুকন্যা নাকি স্কুলে যেতেনও না ৷ শোনা গিয়েছে, তাঁর স্বাক্ষর সংগ্রহের জন্য বাড়িতেই পৌঁছে যেত রেজিস্টার খাতা ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  জোড়া চাকরি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার! ফেসবুকে প্রকাশ্যে ঘোষণা দুই কর্মসংস্থানের
মাত্র একটি চাকরিও নয়৷ সুকন্যার ফেসবুক বলছে তিনি দু’টি চাকরি করতেন ৷ সুকন্যার ফেসবুকে লেখা রয়েছে, সেলফ এমপ্লয়েড অ্যাট ভোলে বোম রাইস মিল এবং সেলফ এমপ্লয়েড অ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ৷ আরও উল্লেখযোগ্য বিষয় হল, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে জোড়া চাকরির যোগদানের তারিখ একই। ২০১৬ সালের ৪ এপ্রিল।
advertisement
আরও পড়ুন : অনুব্রত-আত্মীয়দের ১৭ কোটির ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত! গরুপাচারের টাকা? প্রবল চাপে কেষ্ট
বৃহস্পতিবার সুকন্যাকে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেইমতো তিনি সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে ৷ দুর্নীতির বিতর্কে জড়িয়ে পড়তেই সাম্প্রতিক ধারা মেনে অনুব্রত ও সুকন্যা এখন তীব্র ট্রোলড সামাজিক মাধ্যমে ৷ এত দিন পড়েই ছিল সুকন্যার নাচের ভিডিও ৷ এখন ভাইরাল ৷ সুরসিক নেটিজেনদের মতে, যাঁর বাবার নাম অনুব্রত মণ্ডল, তাঁর কন্যাকে ‘বড়লোকের মেয়ে’ বলাই যায় ৷ অর্থের পাশাপাশি ক্ষমতা ও ব্যক্তিত্বের ভারও বড় লোক হিসেবে পরিচিত হওয়ার অন্যতম মাপকাঠি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanya Mondal : দুর্নীতির বিতর্কের মাঝেই ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ রিমিক্সের সঙ্গে অনুব্রতকন্যার নাচের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement