Anubrata Mondal Daughter Sukanya Mondal: জোড়া চাকরি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার! ফেসবুকে প্রকাশ্যে ঘোষণা দুই কর্মসংস্থানের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Sukanya Mondal Double job: সুকন্যার ফেসবুকে লেখা রয়েছে, সেলফ এমপ্লয়েড অ্যাট ভোলে বোম রাইস মিল এবং সেলফ এমপ্লয়েড অ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন!
#বোলপুর: একই সঙ্গে দু’ দু খানা চাকরি করতেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডল! বলা ভালো, একটি চাকরি ও একটি ব্যবসা। বুধবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠা এক মামলায় অভিযোগ করা হয়, অনৈতিকভাবে, টেট পাশ না করেই স্কুলের চাকরি পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা। এরই মধ্যে জোড়া কর্মসংস্থান নিয়ে আবার উঠছে তর্ক! সুকন্যার ফেসবুক প্রোফাইলে জোড়া চাকরির উল্লেখ রয়েছে। সুকন্যার ফেসবুকে লেখা রয়েছে, সেলফ এমপ্লয়েড অ্যাট ভোলে বোম রাইস মিল এবং সেলফ এমপ্লয়েড অ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন!
আরও উল্লেখযোগ্য বিষয় হল, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে জোড়া চাকরির যোগদানের তারিখ একই। ২০১৬ সালের ৪ এপ্রিল। বোলপুরের কালিকাপুরে তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ ওঠে এদিন। তিনি নাকি স্কুলেও যেতেন না, বাড়িতে পৌঁছে যেত রেজিস্ট্রার। একই সঙ্গে সরকারি চাকরি ও ব্যবসা কীভাবে করতেন অনুব্রত কন্যা? সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, তাঁদের কাছে খবর ছিল, সুকন্যা মণ্ডলের কাছে রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। সেই টাকার উৎস বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যান তিন সিবিআই আধিকারিক। সেখানেই অনুব্রতর শিক্ষিকা কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
advertisement
বুধবার সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা অবশ্য বাইরে বেরিয়ে এসে তেমন কিছুই জানাতে চাননি। সূত্রের খবর তিনি বলেছেন, ‘‘আমি বিপর্যস্ত। আমার মা প্রয়াত, বাবা জেলে, মানসিক ভাবে ভেঙে পড়েছি।” গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতর মেয়ের নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ তার মধ্যে রয়েছে রাইস মিল, বেসরকারি সংস্থা৷ সুকন্যা মণ্ডল এই সম্পত্তি কীভাবে তৈরি করলেন, তার উৎস জানতে চায় সিবিআই৷ বুধবার অনুব্রত ও তাঁর আত্মীয়দের নামে ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2022 9:42 PM IST