Rohingya Muslims In India: "ভারতে রোহিঙ্গাদের জন্য কোনও সুবিধার ঘোষণা নেই", মন্ত্রীর দাবি নস্যাৎ কেন্দ্রের

Last Updated:

Centre on Rohingya Issue: কয়েক বছর ধরে নিজেদের জন্মভূমিতে নিপীড়ন ও হিংসা থেকে বাঁচতে পালিয়ে আসেন রোহিঙ্গারা। বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

অতীতে অবৈধ শরণার্থীদের ‘উইপোকা’ বলে অভিহিত করেছিলেন অমিত শাহ
অতীতে অবৈধ শরণার্থীদের ‘উইপোকা’ বলে অভিহিত করেছিলেন অমিত শাহ
#নয়াদিল্লি: মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাড়িঘর ও নিরাপত্তা ঘোষণা করে ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এই ট্যুইটের কয়েক ঘণ্টা পরেই মন্ত্রীর নিজের সরকারই তাঁর বিবৃতির বিরোধিতা করে জানাল, ‘অবৈধ রোহিঙ্গা শরণার্থীদের’ জন্য এই ধরনের কোনও সুবিধা ঘোষণা করা হয়নি। “যারা ভারতের শরণার্থী নীতিকে ইচ্ছাকৃতভাবে CAA (নাগরিকত্ব সংশোধনী আইন)-এর সঙ্গে যুক্ত করে গুজব ছড়িয়ে দিয়েছে তারা হতাশ হবে। ভারত জাতিসংঘের উদ্বাস্তু কনভেনশন ১৯৫১ কে সম্মান ও অনুসরণ করে এবং জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকলকে আশ্রয় দেয়,” পরে একটি ফলোআপ ট্যুইটে লিখেছেন মন্ত্রী।
শরণার্থী অধিকার এবং তাঁদের সুরক্ষার জন্য দেশগুলির বাধ্যবাধকতার নীতি নির্ধারক জাতিসংঘের কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় ভারত। প্রাক্তন কূটনীতিক, হরদীপ পুরী আবাসন, নগর বিষয়ক, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মন্ত্রী। অমিত শাহের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তিনটি ট্যুইটকে অনুসরণ করেই নিজে ট্যুইট করেছিলেন হরদীপ। উল্লেখ্য, অতীতে অবৈধ শরণার্থীদের ‘উইপোকা’ বলে অভিহিত করেছিলেন অমিত শাহ।
advertisement
advertisement
advertisement
রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়া ভারতে মেরুকরণের অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশে ক্ষমতাসীন বিজেপি নেতারা হিন্দু সংখ্যাগরিষ্ঠদের ভোট নিশ্চিত করতে প্রায়ই রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু করেছে। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতারাও রোহিঙ্গাদের বিরুদ্ধেই মন্তব্য করেছেন।
advertisement
advertisement
advertisement
এর আগে মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মায়ানমার থেকে আসা সংখ্যালঘু রোহিঙ্গাদের ফের দেশেই ফেরত পাঠানোর চেষ্টা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। কয়েক বছর ধরে নিজেদের জন্মভূমিতে নিপীড়ন ও হিংসা থেকে বাঁচতে পালিয়ে আসেন রোহিঙ্গারা। বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।
advertisement
রোহিঙ্গা অধিকার কর্মী আলি জোহরের অনুমান, এই বছরের শুরু পর্যন্ত, প্রায় ১,১০০ রোহিঙ্গা দিল্লিতে এবং আরও ১৭,০০০ ভারতের অন্যত্র বসবাস করতেন, তাঁদের মধ্যে অনেকেই কায়িক শ্রম করে জীবন কাটান। হকার এবং রিকশাচালক হিসাবে কাজ করেন তাঁরা। এদেশ থেকে বিতাড়িত করা হবে এমন আশঙ্কায় এ বছর প্রায় ২,০০০ মানুষ বাংলাদেশে ফিরে গেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rohingya Muslims In India: "ভারতে রোহিঙ্গাদের জন্য কোনও সুবিধার ঘোষণা নেই", মন্ত্রীর দাবি নস্যাৎ কেন্দ্রের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement