AITMC Attacks PM Narendra Modi: "ভারত জানতে চায়, দেশের জ্বলন্ত সমস্যায় নীরব কেন মোদি," আক্রমণ তৃণমূল কংগ্রেসের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
PM Narendra Modi Amrit Kaal: গত কয়েক বছরে দলিতদের বিরুদ্ধে সর্বাধিক অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে (৩৬,৪৬৭)।
#নয়াদিল্লি: ভবিষ্যতে নজর দেওয়ার পরিবর্তে বর্তমানকে বেশি গুরুত্ব দিন! নরেন্দ্র মোদিকে পরামর্শ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। ভারতকে জ্বলন্ত সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব, সেই নীরবতার তীব্র নিন্দা জানিয়েই এই মন্তব্য তৃণমূলের। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অমৃত কাল’-এর দাবিগুলিকে নস্যাৎ করে দিয়েছে। তৃণমূলে দাবি, সামনের ২৫ বছরের দিকে লক্ষ্য রাখার পরিবর্তে, প্রধানমন্ত্রীকে বর্তমান সময়ে সমাজের জ্বলন্ত সমস্যাগুলির সমাধান করা উচিত।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ট্যুইট করে জানিয়েছে, “প্রধানমন্ত্রী মোদি বলছেন আমরা ‘অমৃত কালে’ রয়েছি। তিনি আমাদের বলছেন আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ। সহমত! কিন্তু মাননীয় মোদিজি, এখনকার অবস্থা নিয়ে কী বলবেন? ভবিষ্যতের পরিকল্পনায় লাফ দেওয়ার আগে বর্তমানের সমস্যাগুলোর মোকাবিলা করা কি ভালো নয়? দেশ আপনার উত্তরের অপেক্ষায় রয়েছে।”
advertisement
advertisement
বিজেপি মুখপাত্রের অশালীন মন্তব্যের কারণে দেশকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল এমন উদাহরণের তালিকাকে তুলে ধরে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে তাঁকে প্রশ্নবাণে বিদ্ধ করেছে। বিজেপির মুখপাত্র নুপূর শর্মার সাম্প্রদায়িক মন্তব্যের জন্য ভারত সরকারকে বিশ্বের কাছে ক্ষমা চাইতে হয়েছিল।
PM @narendramodi says we are living in the 'Amrit Kaal'. He tells us the next 25 years are crucial. AGREED! Mr. Modi, what about the current situation? How about addressing the present before jumping into visions for the future? The nation is waiting for your answers. pic.twitter.com/c7vc8Lt6Po
— All India Trinamool Congress (@AITCofficial) August 17, 2022
advertisement
একইভাবে, কেন মোদির ভারতে দলিত এবং সংখ্যালঘুরা বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সরকার গতবছর সংসদে জানিয়েছিল, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে দলিতদের বিরুদ্ধে অপরাধের অধীনে প্রায় ১৩৯,০৪৫ টি মামলা নথিভুক্ত করা হয়েছে যেখানে শুধুমাত্র গত বছরই ৫০,২৯১ টি এই ধরনের অপরাধের রিপোর্ট করা হয়েছে।
advertisement
গত কয়েক বছরে দলিতদের বিরুদ্ধে সর্বাধিক অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে (৩৬,৪৬৭)। যে রাজ্যগুলি দলিতদের বিরুদ্ধে সবচেয়ে কম অপরাধের রিপোর্ট করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এখানে গত তিন বছরে মাত্র ৩৭৩ টি মামলা হয়েছে। “যখন বিজেপি নেতারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্যের জন্য আমাদের সমৃদ্ধ ইতিহাসকে বিকৃত করে চলেছেন,” তখনও কেন প্রধানমন্ত্রীর একটি শব্দও খরচ করছেন না প্রশ্ন তুলেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
advertisement
তৃণমূল আরও জানিয়েছে, বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর, হিন্দু ডানপন্থী দলগুলি ইতিমধ্যেই বারাণসীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহি ঈদগাহ মসজিদে ‘ঘর ওয়াপসির’ পরিকল্পনা শুরু করেছে। “অভি তো সিরফ ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়”-এর মতো স্লোগানগুলির নিন্দা করা উচিত ছিল ক্ষমতাসীন বিজেপির, কিন্তু যথারীতি প্রধানমন্ত্রী নীরব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2022 4:40 PM IST