TRENDING:

Siliguri News: ঝুলনেও থিম! শিলিগুড়িতে ফুটে উঠল গ্রাম বাংলার ছবি

Last Updated:

দুর্গাপুজার মতো ঝুলনেও থিমের লড়াই। শিলিগুড়িতে গ্রামবাংলা থিমে ঝুলন সাজিয়ে চমকে দিলেন শিল্পী উজ্জ্বল বিশ্বাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ঝুলনে এবার গ্রাম বাংলার জীবনযাত্রা। তিথি মেনে গত রবিবার থেকে শুরু হয়েছে ঝুলন উৎসব। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। রাধা-কৃষ্ণের এই উৎসব ঘিরে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের মধ্যে যথেষ্ট উন্মাদনা থাকে। তাঁরা বিশ্বাস করেন এই সময় দোলনায় বসে একসঙ্গে দোল খান রাধা-কৃষ্ণ। সেই ঝুলনকে কেন্দ্র করেই এবার থিমের লড়াই শিলিগুড়িতে।
advertisement

আরও পড়ুন: অনাড়ম্বর হলেও আছে আন্তরিকতার ছোঁয়া, চা শ্রমিক মহল্লায় সস্তার রাখিতেই বন্ধনের অঙ্গীকার

পাহাড়, যুদ্ধক্ষেত্রের মডেলের প্রেক্ষাপটে আয়োজিত হচ্ছে ঝুলন উৎসব। আর এই ভাবেই নানান ধরনের থিম তৈরি করে শিলিগুড়িতে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন ঝুলন আয়োজকরা। তবে এরই মধ্যে অনেকটা ব্যতিক্রম উজ্জ্বল বিশ্বাসের ঝুলন। প্রতিবছরই তাঁর ঝুলনে নতুন কিছু থাকে। এবার উজ্জ্বল বিশ্বাস তাঁর ঝুলনে ফুটিয়ে তুলেছেন গ্রাম বাংলাকে। পাহাড়ি গ্রামের আদলে সাজিয়েছেন তিনি ঝুলনের থিম। সেখানে আছে পাহাড়ি গ্রামের যোগাযোগ রক্ষাকারী সেতু। ছোট ছোট বাচ্ছারা এই নতুন ধরনের ঝুলন দেখে ব্যাপক আনন্দ পেয়েছে।

advertisement

View More

শিলিগুড়ির কাজীপাড়ার উজ্জ্বল বিশ্বাসের ঝুলনের থিমে লক্ষ্য করলে দেখা যাবে গ্রামের মানুষ তাঁদের দৈনন্দিন কাজ করছে। কুয়োর পাড়ে কেউ জল তুলতে যাচ্ছে, কেউবা কুলোতে ধান ঝাড়ছে। আবার কামার লোহা পিঠছে। অন্যদিকে পাহাড়ি গ্রাম, টয় ট্রেন, বরফে ঢাকা পাহাড়। হাতের নিপুন দক্ষতায় প্রতিটি জিনিস তিনি ফুটিয়ে তুলেছেন উজ্জ্বলবাবু। প্রায় দু’মাস ধরে নাওয়া-খাওয়া ভুলে তিনি এই ঝুলন তৈরি করেন। শিল্পী উজ্জ্বল বিশ্বাস জানান, এমনিতেই এখন মানুষ ছোটবেলার সেই ঝুলন তৈরি করতে ভুলে গিয়েছে। সেই ঐতিহ্য তাদের মধ্যে পৌঁছে দিতেই এমন উদ্যোগ। এখানে সমস্ত কিছুই আমি নিজের হাতে তৈরি করেছি। আমি চাই সকলে আমার এখানে আসুন এবং দেখুন ঝুলন বিষয়টা আসলে কী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ঝুলনেও থিম! শিলিগুড়িতে ফুটে উঠল গ্রাম বাংলার ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল