Alipurduar News: অনাড়ম্বর হলেও আছে আন্তরিকতার ছোঁয়া, চা শ্রমিক মহল্লায় সস্তার রাখিতেই বন্ধনের অঙ্গীকার

Last Updated:

সস্তার রাখি দিয়েই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আলিপুরদুয়ারের চা শ্রমিক মহল্লায়

+
title=

আলিপুরদুয়ার: শ্রমিক মহল্লার রাখি বন্ধন অনাড়ম্বর হলেও তাতে রয়েছে আন্তরিকতার ছোঁয়া। হাল ফ‍্যাশনের চোখধাঁধানো রাখি নয়, বরং পুরনো দিনের সুতোর রাখি একে অপরের হাতে বেঁধে বন্ধন দৃঢ় করার প্রতিজ্ঞা করছেন চা বাগানের ভাই-বোনরা।
বুধবার সকাল থেকে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছে দেশজুড়ে। সেই ছবি দেখা গেল আলিপুরদুয়ারের চা শ্রমিক মহল্লাতেও। রাখি উপলক্ষে মিষ্টি, জিলিপির দোকানে ভিড় উপচে পড়ে এদিন সকাল থেকেই। প্রতিটি উৎসবেই আনন্দটুকু লুফে নিতে জানে চা শ্রমিক মহল্লার বাসিন্দারা। উৎসবে চাকচিক‍্য না থাকলেও এখানে আন্তরিকতার অভাব হয় না।
advertisement
advertisement
রাখি বন্ধন উৎসব এখন মাতিয়ে রাখে রকমারি নকশার রাখি। কিন্তু গরিব চা শ্রমিক পরিবারগুলোর পক্ষে এতো দামি রাখি কেনা সম্ভব হয় না। তাই তাঁরা পুরনো দিনের সুতোর রাখি একে অপরের হাতে বেঁধে উৎসব পালন করেন। এখানকার রাখির বৈশিষ্ট্য হল সুতোর মধ‍্যে একটি ফুল। আবার কখনও দেখা যায় সুতোর মধ‍্যে পুঁতি, ছোট কাপড় দিয়ে নকশা।
advertisement
চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র আড়াইশো টাকা। ফলে একশো টাকা খরচ করে চোখধাঁধানো আধুনিক ডিজাইনের রাখি কেনার সামর্থ্য তাঁদের নেই। ফলে দশ, কুড়ি টাকার সুতোর রাখিই ভরসা এই প্রান্তিক মানুষগুলোর। তবে তাতেই খুশি এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা। তবে এবারে বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি দেওয়া রাখিও দেখতে পাওয়া গিয়েছে চা বাগানের বাজারগুলোয়। যদিও তার দাম সাধ্যের মধ্যেই রেখেছেন ব্যবসায়ীরা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অনাড়ম্বর হলেও আছে আন্তরিকতার ছোঁয়া, চা শ্রমিক মহল্লায় সস্তার রাখিতেই বন্ধনের অঙ্গীকার
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement