তাই দেরি না করে প্রিয় গোপালের পোশাক কিনতে চাইলে আসুন শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির রোডে। বিভিন্ন ঠাকুরের জামাকাপড়ের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে এখানে। শুধু জামাকাপড়ই নয়, ঠাকুরের যাবতীয় মালা, গয়না , মুকুট, পাগড়ি, সহ আপনার প্রিয় দেব-দেবীকে সাজানোর সমস্ত উপকরণ পাওয়া যায় এই দোকানে।
প্রসঙ্গত, এখন ঠাকুরের নতুন ট্রেন্ডি জামা কাপড়ের ফ্যাশন। অর্থাৎ এখন শুধু সাধারণ মানুষই নন, বাড়ির ঠাকুরও ফ্যাশনাবেল পোশাক পরছেন৷ অর্থাৎ তাঁদেরও জামা কাপড়ের ফ্যাশনে আমূল পরিবর্তন হয়েছে। প্রতিটি বাড়িতেই নানা দেবদেবীর মূর্তি থাকে । তাঁদের সাজাতে নানান সামগ্রী দরকার । তাই মানুষের পোশাকাদি কেনার যেমন দোকান রয়েছে ঠিক তেমনি ঠাকুরের ও পোশাক এবং গয়না কেনারও দোকান রয়েছে।
advertisement
আরও পড়ুন – Lip Kiss: মহিলার ঠোঁটে চুমু খাওয়া, এবার হাড়েহাড়ে টের পাচ্ছেন স্প্যানিশ ফুটবল বস, এবার চরম শাস্তি
পুজোর আগে দেদার বিকোচ্ছে, ঠাকুরের ঘাঘরা, লেহেঙ্গা, মুকুট আরও কত কী। একটি দোকানের মালিক শুভ পাল জানান, ” মানুষের মতো এখন দেব-দেবীদেরও জামা কাপড়ের ফ্যাশন হয়েছে। মানুষ নিজের থেকে নিজেদের বাড়ির ঠাকুরকে বেশি সুন্দর করে সাজাতে চায় ।’’
ঠাকুরের সামগ্রী কিনতে আসা নীতেশ গোয়ালা জানান, ” আমরা এখানে ঠাকুরের জন্য শপিং করতে এসেছি মুকুট এবং লেহেঙ্গা, গয়না কিনে ঠাকুরকে একদম রাণীর বেশে সাজানো হবে । সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। বাড়ির পুজো হলেও আমরা উৎসবের মত করে পালন করে থাকি।”
দোকানের মালিক শুভ পাল আরও জানান, “মানুষের থেকে বেশি এখন ঠাকুরের জামাকাপড়ের ফ্যাশন হয়েছে। এই সময় পুজোর সিজন স্টার্ট হচ্ছে, সামনেই জন্মাষ্টমী গণেশ পুজো,দুর্গা পুজো। প্রচুর কাস্টমার থাকে আমাদের রীতিমত জিনিস দিতে হিমশিম খেতে হয়।”
Anirban Roy





