Lip Kiss: মহিলার ঠোঁটে চুমু খাওয়া, এবার হাড়েহাড়ে টের পাচ্ছেন স্প্যানিশ ফুটবল বস, এবার চরম শাস্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lip Kiss: কী করে কোনও মহিলাকে অনুমতি ছাড়া ঠোঁটে চুম্বন করতে পারেন, তোলপাড় বিশ্ব!
advertisement
তবে সবচেয়ে বাড়াবাড়ি সেটা করেন সেটা মহিলা ফুটবলার জেনি হারমোসেকে ঠোঁটেই চুমু খেয়ে ফেলেন৷ তারপর থেকে তোলপাড় বিশ্ব৷ এরই জেরে ক্রমশ কোনঠাসা হচ্ছেন তা বুঝতে শুরু করেন লুই রুবিয়ালেস৷ একদিন আগেই ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাঁর বিরুদ্ধে তদন্তে শুরু করেছে৷ ফলে পদ হারানো সময়ের অপেক্ষা তা বুঝতে পেরেছেন অভিজ্ঞ প্রশাসনিক কর্তা বুঝেছেন যে পদ হারানো সময়ের অপেক্ষা তাই পদ ছাড়তেও রাজি এমনটাই জানিয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার বিকেলে জারি করা এক বিবৃতিতে ফিফা বলেছে: “ঘটনাগুলো ফিফার ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল ১৩ এবং ২ লঙ্ঘন হতে পারে। ফিফা ডিসিপ্লিনারি কমিটি শুধুমাত্র এই শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে আরও খতিয়ে দেখে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ ফিফা সমস্ত ব্যক্তির অখণ্ডতা ও সম্মানকে সর্বোচ্চ স্তরে রাখে৷ সেখানে যদি কোনও কিছু লঙ্ঘিত হয় তাহলে ফিফার ডিসিপ্লিনারি কমিটি কঠিনতম সিদ্ধান্ত নিতে পারে৷