এছাড়াও সেনাবাহিনীর প্রশিক্ষিত কুকুরদের 'ডগ শো' ছিল অন্যতম আকর্ষণ। তা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। এই অনুষ্ঠানের সাক্ষী ছিল স্কুল পড়ুয়া সহ শিলিগুড়ির আমজনতা। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর সংস্কৃতি, নীতি এবং যুদ্ধের প্রোফাইল সম্পর্কে যুব প্রজন্ম ও স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। তার জন্যই এটি একটি প্রচেষ্টা বলে জানান ত্রিশক্তি কর্পসের কর্নেল অঞ্জন।
advertisement
আরও পড়ুন: নদীতে ওটা কী ভাসছে? কাছে যেতেই দেখে চমকে উঠল সবাই
ওই সেনা কর্তা আরও জানান, মূলত সেনাবাহিনীর প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বাড়াতে ও সেনাবাহিনী কীভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে এই সমস্ত বিষয় নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ঘটনা হল এই দেশের নতুন প্রজন্ম সাধারণত টিভির পর্দাতেই সেনা জওয়ান ও তাঁদের সমস্ত সরঞ্জাম দেখে থাকে। কিন্তু এদিন সেই সব কিছু সামনে থেকে দেখে অত্যন্ত খুশি স্কুল পড়ুয়ারা।
অনির্বাণ রায়