South 24 Parganas News: নদীতে ওটা কী ভাসছে? কাছে যেতেই দেখে চমকে উঠল সবাই

Last Updated:

ফ্রেজারগঞ্জের কাছে নদীতে উদ্ধার এক পুরুষ ও এক মহিলার দেহ। পুলিশের অনুমান তাঁরা ভিন রাজ্যের গঙ্গাসাগর ফেরত পুণ্যার্থী

চলছে অনুসন্ধান
চলছে অনুসন্ধান
দক্ষিণ ২৪ পরগনা: নদীতে অন্যরকম কী যেন ভাসছিল। কাছে যেতেই দেখা গেল দুটো দেহ। এক পুরুষ ও স্ত্রীর দেহ। ফ্রেজারগঞ্জের কাছে এডওয়ার্ড ক্রিক নদী থেকে অজ্ঞাতপরিচয় ওই দেহ দুটি উদ্ধার হয়।
এই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবন এলাকায়। যদিও এলাকার মানুষের প্রাথমিক অনুমান, কোনভাবে নদীতে নেমে তলিয়ে যায় ওই দু'জন। আর তাতেই জলে ডুবে মৃত্যু হয়েছে। পরে নদীতে দেহ ভেসে ওঠে।
এডওয়ার্ড ক্রিক নদী থেকে উদ্ধারা দেহ দুটির মধ্যে পুরুষের বয়স ৬০ বছরের কাছাকাছি। আর উদ্ধার হওয়া মহিলার দেহটির বয়স ৭০ বছরের কাছাকাছি। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এই দুটি দেহকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানতে তাদের ছবি দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের সমস্ত থানাতে পাঠানো হয়েছে। কেউ কেউ মনে করছেন গঙ্গাসাগর মেলা থেকে ফেরার পথেই কোনোভাবে নদীতে তলিয়ে গিয়েছেন ওই দু'জন। তবে তাঁরা ভিন রাজ্যের পুণ্যার্থী বলে অনুমান পুলিশের।
advertisement
advertisement
এই দেহ উদ্ধার নিয়ে প্রত‍্যক্ষদর্শী নাড়ু দাস জানান, সকালে তাঁরাই প্রথম মৃতদেহটিকে ভাসতে দেখেন নদীর জলে। এরপর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ দূটি উদ্ধার করে। মৃতদেহ দেখে পূণ‍্যার্থী বলেই অনুমান করছেন তাঁরা। এই নিয়ে এক ভেসেল কর্মী দুলাল চন্দ্র জানান, নদীতে জলের স্রোত ছিল। তা সত্বেও তাঁরা মৃতদেহটিকে উদ্ধার করেছেন। এরপর মৃতদেহটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
তবে মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মৃতদেহ দুটির পরিচয় জানার চেষ্টা করছে। সেই সঙ্গে মৃত্যুর আসল কারণ জানার জন‍্য তদন্ত শুরু হয়েছে।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নদীতে ওটা কী ভাসছে? কাছে যেতেই দেখে চমকে উঠল সবাই
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement