গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের এলাকায় হকি অ্যাকাডেমি গড়ার ইচ্ছে প্রকাশ করেন ভরত ছেত্রি। সূত্রের খবর, জিটিএ প্রধান অনীত থাপাও হকি একাডেমি গড়ার প্রস্তাব পেয়ে যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন।
আরও পড়ুন: ফালাকাটা কলেজে যাওয়ার রাস্তা সংস্কার শুরু
খেলাধুলোর দিক থেকে দার্জিলিং বরাবরই এগিয়ে। এই উদ্যোগ প্রসঙ্গে পরে ভরত ছেত্রি বলেন, পাহাড়ে হকি খেলার কোনও পরিকাঠামো নেই। ফলে পাহাড়ে ছেলেমেয়েদের হকি খেলায় প্রশিক্ষণ নিতে অন্য জায়গায় যেতে হচ্ছে। যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা এই প্রতিবন্ধকতার মুখে পড়ে খেলা ছেড়ে দিচ্ছে। এটা পরিবর্তনের জন্য এখানে একটা উন্নত মানের হকি অ্যাকাডেমি গড়ে তোলা জরুরি।
advertisement
দার্জিলিং খবর | Darjeeling News
অনীত থাপার সঙ্গে বৈঠকে অ্যাকাডেমি গড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভরত ছেত্রি। জানা গিয়েছে অনীত থাপাও হকি অ্যাকাডেমি গড়ার ক্ষেত্রে ইচ্ছে প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
অনির্বাণ রায়