Alipurduar News: ফালাকাটা কলেজে যাওয়ার রাস্তা সংস্কার শুরু

Last Updated:

কলেজে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। কাঁচা রাস্তাটি দিয়ে হেঁটে গেলেই ধুলো উড়তো।

+
title=

আলিপুরদুয়ার: দীর্ঘ দাবি যাওয়ার পর অবশেষে কলেজ যাওয়ার রাস্তা পাকা হচ্ছে ফালাকাটায়। এই খবরে খুশির আমেজ এলাকাজুড়ে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এই খবরে সন্তোষ প্রকাশ করেছেন।
আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফালাকাটা কলেজ। কিন্তু কলেজে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। কাঁচা রাস্তাটি দিয়ে হেঁটে গেলেই ধুলো উড়তো। পূর্বে অবশ্য রাস্তাটি পাকা ছিল। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এই অবস্থায় এসে দাঁড়ায়।
advertisement
advertisement
বর্তমানে রাস্তাটির পিচের প্রলেপ উঠে গিয়ে এমন খানাখন্দ তৈরি হয়েছিল যে তা যাতায়াতের একেবারেই অযোগ্য হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক আনুকুল্যে ২৮ লক্ষ টাকাটা ব্যায়ে ৯০০ মিটারের কংক্রিটের রাস্তা তৈরির অনুমোদন আসে। এবং অবশেষে সেই কাজ শুরু‌ও হল। ফালাকাটা পুরসভা এই রাস্তা তৈরীর কাজটি তত্ত্বাবধান করছে। এক মাসের মধ্যেই রাস্তাটি নতুন করে তৈরি হয়েছে আবার কথা। রাস্তাটি তৈরি হয়ে গেলে কলেজের পড়ুয়াদের প্রভূত সুবিধা হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফালাকাটা কলেজে যাওয়ার রাস্তা সংস্কার শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement