East Medinipur News: মৎস্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তার গর্তে মাছ ছেড়ে বামেদের বিক্ষোভ

Last Updated:

মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে জমে থাকা জলে মাছ ছেড়ে দিয়ে বিক্ষোভ দেখায়। তারা মন্ত্রীর বাড়ির সামনে রাস্তার গর্তে চারা মাছ ছেড়ে দেয়।

+
title=

পূর্ব মেদিনীপুর: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মৎস্যমন্ত্রীর বাড়ির সামনের খানাখন্দে জমে থাকা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখাল ডি‌ওয়াইএফআই। নেতৃত্ব দিলেন কোলাঘাটের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা ইব্রাহিম আলি।
কোলাঘাট সেতু থেকে যশাড় যাওয়ার রাস্তার বেহাল অবস্থা। চারিদিকে খানাখন্দে ভরা। তাতে বৃষ্টির জল জমে পরিস্থিতি আরও দুর্বিসহ হয়ে উঠেছে। পূর্ব পাঁশকুড়ার বিধায়ক তথা মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। তাঁরই বাড়ির সামনে শনিবার এই অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখাল বামপন্থী যুব সংগঠন।
advertisement
advertisement
বেশ কিছুদিন ধরেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গার বেহাল পথঘাট নিয়ে সরব হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়িচালক সকলেই। এবার বিষয়টি নিয়ে পথে নামল বিরোধীরা‌ও। এর আগে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ নিজেরাই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আবার কোথাও গাড়ি চালকরা রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন।
advertisement
পূর্ব মেদিনীপুরের ২৫ টি ব্লকের প্রতিটিতেই বেহাল রাস্তা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ তুঙ্গে উঠেছে। কোলাঘাটের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা কোলাঘাট-যশাড় রোড। এটি এসে মিলিত হয়েছে ১৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে। ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই বেয়াল রাস্তার জন্য ফুল ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়ার নিত্যযাত্রীদের দুর্ভোগ তো আছেই। সাধারণ মানুষের এই ভোগান্তির বিষয়টিকেই তুলে ধরে ডিওয়াইএফআই এ দিন রাজ্যের মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে জমে থাকা জলে মাছ ছেড়ে দিয়ে বিক্ষোভ দেখায়। তারা মন্ত্রীর বাড়ির সামনে রাস্তার গর্তে চারা মাছ ছেড়ে দেয়। রাজ্য প্রশাসনকে দ্রুত জেলার বেহাল রাস্তাগুলোর সংস্কার করতে হবে বলে তারা দাবি তুলেছে।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: মৎস্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তার গর্তে মাছ ছেড়ে বামেদের বিক্ষোভ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement