Birbhum News: কদর কমলেও পুরনো পেশা আঁকড়ে দিনযাপন টিনের কারিগরদের

Last Updated:

কেউ কেউ পুরোনো পেশাকে আঁকড়ে ধরেই আজ‌ও বেঁচে আছেন। তেমনই হলেন কায়েম্বা গ্রামের মিরাজ খান, লাল খান, ইমামবাস খোদাবাসরা।

+
title=

বীরভূম: আগে গ্রামে-গঞ্জে বেলা হলেই শোনা যেত, ‘কইগো টিনের কিছু জিনিস করাবেন নাকি?’ এর কিছুক্ষণ পরই হয়তো পাশের বাড়ি থেকে ভেসে আসতো টিনের উপর হাতুড়ির বাড়ি পড়ার ঠকঠক শব্দ। তা শুনে কী হচ্ছে দেখার জন্য ছুটে যেত কচিকাঁচার দল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই সব দিন গিয়েছে। টিনের সেই কারিগরদের আজকাল খুব একটা দেখা যায় না পাড়ায় বা গ্রামে।
বর্তমানে অন্যান্য আধুনিক দ্রব্যের হাত ধরে কদর কমেছে টিনের তৈরি জিনিসপত্রের। তার ফলে প্রয়োজন কমেছে টিনের কারিগরদের‌ও। তবুও কেউ কেউ পুরোনো পেশাকে আঁকড়ে ধরেই আজ‌ও বেঁচে আছেন। তেমনই হলেন কায়েম্বা গ্রামের মিরাজ খান, লাল খান, ইমামবাস খোদাবাসরা।
advertisement
advertisement
বীরভূমের কায়েম্বা গ্রামের চাঁদপাড়াতে টিন দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে চলেছেন তাঁরা। প্রায় ২৫ বছর এই পেশায় রয়েছেন। মুড়ির টিন, ফুলের সাজি, বাক্স সিন্দুক, টোকা, ড্রাম ইত্যাদি টিন দিয়ে তৈরি করেন। সকাল হলেই পেটের টানে সরঞ্জাম নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। টিনের কারিগর মিরাজ খান বলেন, আগের মতো আর সেইভাবে কেউ টিনের জিনিসপত্র তৈরি করায় না। তবুও আমরা যাই। মাঝেমধ্যে দু-একটা বরাত পাওয়া যায়। তা গ্রামের কোন‌ও ফাঁকা মাঠে বসে আমরা তৈরি করে দিই।
advertisement
শুভদীপ পাল
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: কদর কমলেও পুরনো পেশা আঁকড়ে দিনযাপন টিনের কারিগরদের
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement