Malda News: কালবৈশাখীতে তার ছিঁড়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম, চরমে পানীয় জলের সঙ্কট

Last Updated:

কালবৈশাখীর তাণ্ডবে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরোনো মালদহের শান্তিপুর গ্রাম। এখনও এই গ্রামে গেলে দেখা যাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিদ্যুতের তার।

+
title=

মালদহ: গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের চরম সঙ্কটে ভুগছে গ্রামের মানুষ। দূর দূরান্ত থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। কেউ কেউ আবার বাধ্য হয়ে পুকুরের জলই পান করছেন। পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ায় ব্যাপক ব্যাঘাত হচ্ছে। তাছাড়া এই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তো আছেই। সাহাপুর পঞ্চায়েতের শান্তিপুর গ্রামের ছবিটা এখন এমনই। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও সমস্যা সমাধানের কোন‌ও উদ্যোগ নেওয়া হয়নি।
কালবৈশাখীর তাণ্ডবে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরোনো মালদহের শান্তিপুর গ্রাম। এখনও এই গ্রামে গেলে দেখা যাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিদ্যুতের তার। ছেঁড়া বিদ্যুতের তার থেকে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা আছে। গ্রামের একাধিক কাঁচা বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। বিদ্যুৎ না থাকায় গ্রামের মানুষ গরমের মধ্যেই দিন কাটাতে বাধ্য হচ্ছে। তবে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে পানীয় জল নিয়ে।
advertisement
advertisement
শান্তিপুর গ্রামে প্রায় ৫০০ টি পরিবারের বসবাস। গত এক সপ্তাহ ধরে প্রতিটি পরিবারের সদস্যরাই একপ্রকার নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে গ্রামবাসীদের অভিযোগের জবাবে সাফাই দিতে গিয়ে স্থানীয় সাহাপুর পঞ্চায়েতের প্রধান অনিক ঘোষ বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর ওই গ্রামে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়েছে। পানীয় জলের জন্য বিএসএফের জলের ট্যাঙ্ক নিয়ে এসে গ্রামে জল দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার গোটা বিষয়টি বিদ্যুৎ দপ্তরের বলে তিনি জানান।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: কালবৈশাখীতে তার ছিঁড়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম, চরমে পানীয় জলের সঙ্কট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement