বনদফতর সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি যে গাছ কেটেছিল তার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৬৮ হাজার টাকা । এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনদফতর। সূত্রের খবর,বনদফতরের অনুমতি না নিয়ে সরকারি গাছ কেটে ফেলছিল এক ব্যক্তি। ওই সময় ওই আলকা দিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করা হয় ওই ব্যক্তিকে । তবে যে গাছগুলি কাটা হয়েছে সেগুলি খুবই পুরনো ।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়ি থেকে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি
কিন্তু সেই গাছগুলি কাটার ক্ষেত্রে কারও থেকে অনুমতি নেওয়া হয়নি । বিষয়টি চোখে আসতেই বনকর্মীদের জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বাগডোগরার টাইফু জঙ্গলে শাল গাছ কাটা হচ্ছিল। বন দফতরের কর্মীরা ওই এলাকায় টহল জারি করে অবশেষে উদ্ধার করল ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । এই গাছ কাটার পিছনে কোন চক্র কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখছে বনদফতর।
Anirban Roy