Siliguri News: শিলিগুড়ি থেকে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শিলিগুড়ি থেকে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা এলাকার খড়িবাড়িতে মালদা থেকে শিলিগুড়ি হয়ে গোহাটি যাওয়ার পথে এসটিএফ-এর জালে ধৃত প্রাক্তন কেএলও জঙ্গি।
#শিলিগুড়ি : শিলিগুড়ি থেকে গ্রেফতার প্রাক্তন কেএলও জঙ্গি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা এলাকার খড়িবাড়িতে মালদা থেকে শিলিগুড়ি হয়ে গোহাটি যাওয়ার পথে এসটিএফ-এর জালে ধৃত প্রাক্তন কেএলও জঙ্গি। কে এল ও চিফ জীবন সিংহের সাথে যোগাযোগ চেষ্টা ও উত্তরবঙ্গে সংগঠনের জাল বিস্তার করার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এস টি এফের হাতে গ্রেফতার মালখান সিং ওরফে মাধব মন্ডল। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে শিলিগুড়ি মহাকুম আদালতে তোলা হয়। এসটিএফ সূত্রে খবর, শিলিগুড়ি হয়ে গৌহাটি পৌঁছে প্রাক্তন কেএলও জঙ্গিদের সাথে বৈঠক করার পরিকল্পনা ছিল প্রাক্তন কেএলও জঙ্গি মালখান সিংহের।
তবে কি বিষয়ে গৌহাটিতে এই বৈঠক জানতে বৃহষ্পতিবার শিলিগুড়ি আদালতে তুলে মাননীয় বিচারপতির কাছে পুলিশ রিমান্ডের আবেদন জানাবে এসটিএফ-এর আইনজীবী। ধৃতকে এদিন শিলিগুড়ি আদলতে আনা হয়। কার্যত বড়সড় কোনো নাশকতার ছক ছিল নাকি তার অনুসন্ধান চালাচ্ছে রাজ্য এসটিএফ। আরো জানা গিয়েছে দীর্ঘদিন ধরে মালখান সিং গোপনে কে এল ও জঙ্গিসংগঠনের জাল বিস্তার করছিল। বৃহস্পতিবার তার আসামের গৌহাটিতে একটি গোপন বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল।
advertisement
আরও পড়ুনঃ জঙ্গলে গাছ কাটার সময় বন কর্মীদের অভিযানে গ্রেফতার ১
সেইমত মালদা থেকে ভাড়ার গাড়িতে করে গতকাল রাতে স্ত্রীকে নিয়ে খরিবাড়িতে নামিয়ে ওই গাড়িতে গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় এসটিএফ এর কাছে গোপন সূত্রে খবর থাকায় খড়িবাড়ির দুলালজোত এলাকায় গভীর রাতে তাকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল এবং ২০১২ সালে একাধিক নাশকতামূলক ঘটনায় জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে জামিনে ছাড়া পেয়ে গিয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে মহিলাদের জন্য শীঘ্রই হতে চলেছে আরও ৩টি হোম
তবে আবারো কে এল ও চিফ জীবন সিংহের সাথে যোগাযোগ ছিল তার এবং উত্তরবঙ্গে সংগঠনের জাল বিস্তার করছিল। এস টি এফ সূত্রে জানা গিয়েছে ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে এস টি এফ আধিকারিকেরা। আগামীতে তার কোন নাশকতার ছক ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এদিন সংবাদ মাধ্যমে এসটিএফ এর ডি এস পি সুদীপ ভট্টাচার্য বলেন, ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে সমস্ত ঘটনার তদন্ত করা হবে।
advertisement
Anirban Roy
Location :
First Published :
October 21, 2022 12:22 AM IST