আরো এক কর্মী সুনীল শর্মা জানিয়েছেন, \"মানুষের একটা কর্মক্ষমতা থাকে। প্রতিদিন ৯ ঘণ্টার ওপরে কাজ করতে হচ্ছে। সাইকেল নিয়ে যেতে হচ্ছে কাজে। কাজের পরিধি বাড়িয়ে দেয়া হয়েছে। প্রটিন্ডিন নতুন নতুন নিয়ম বানিয়ে আমাদের বেধে দেয়া হচ্ছে। এরকম হলে কাজ করবো কি করে।\"এমনকি যারা সাইকেলে করে ডেলিভারি করে তাদেরও পরিধি বাড়ানো হয়েছে কিন্তু অর্থ একই রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল দশা রাস্তার! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
এই নতুন নিয়ম কোনোভাবেই মেনে নিতে পারছে না কর্মীরা। যার ফলেই তারা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের দাবি যতদিন না মানা হবে ততদিন তারা কর্মবিরতি পালন করবে। আজ নানরকম দাবি মঞ্জুরের প্রস্তাব নিয়ে তারা বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আরও পড়ুনঃ পুজোর মাসে পর্যটকদের ভিড় জমবে পাহাড়ে, বুকিং শেষ টয় ট্রেনের!
কর্মীদের পক্ষ থেকে জানানো হয় বার বার এরকম নতুন নিয়মের সম্মুখীন যাতে না হতে হয় তার দিকে নজর দেওয়ার কথা বলা হয় । অন্যদিকে, সুইগি কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
Anirban Roy