প্রসঙ্গত,মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুরনিগমের এক সাফাই কর্মী ১৭ নম্বর ওয়ার্ডের নর্দমা পরিষ্কার করতে আসেন। শিলিগুড়ি গার্লস স্কুল সংলগ্ন এলাকার নর্দমা পরিষ্কার করার সময় আবর্জনার সঙ্গে উঠে আসে একটি আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে ঘাবরে যান সাফাই কর্মী। প্রথমে তিনি মনে করেন খেলনা বন্দুক হতে পারে।
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
advertisement
পরে ভাল করে দেখে এটিকে আগ্নেয়াস্ত্র বলে মনে হয়। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানিয়ে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহাকে খবর দেন। তিনি এসে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। কে বা কারা আগ্নেয়াস্ত্রটি নর্দমায় ফেলে রেখেছে, আদৌ এটি আগ্নেয়াস্ত্র কিনা তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।
মিলি সিনহার দাবি ১৭ নম্বর ওয়ার্ডের মানুষজন এই ঘটনা ঘটাতে পারে না। বাইরে থেকে এসে কেউ আগ্নেয়াস্ত্রটি ফেলে দিয়ে যেতে পারে। এদিকে আগ্নেয়স্ত্রটি যেখান থেকে উদ্ধার হয় তার একদিকে রয়েছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল। অন্যদিকে শিলিগুড়ি কলেজ। তার কিছু দূরেই শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের বাড়ি। এমন একটি ওয়ার্ডে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় উদ্বেগ বাড়িয়েছে ওয়ার্ডবাসীদের। উদ্বিগ্ন ওয়ার্ড কাউন্সিলরও।
অনির্বাণ রায়