সূত্রের খবর, গরু পাচারে কড়াকড়ি শুরু হতেই পাচারকারীদের নজর পড়েছে মোষের উপর। সেই মোষ পাচারের রুট হয়ে উঠেছে ভারত-বাংলাদেশ সীমান্তের ফাঁসিদেওয়া। গত এক সপ্তাহে এই রুট ধরে ১১৩ টি মোষ পাচারের চেষ্টা রুখে দিতে সফল হয়েছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। সোমবার সাতসকালেও ওই ছক মেনেই মোষ পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস সংলগ্ন জাতীয় সড়কে পুলিশ ২টি কন্টেনার আটক করে। সেই কন্টেনার খুলতেই চক্ষু চড়কগাছ।
advertisement
আরও পড়ুন: মোবাইলে মগ্ন ট্রাফিক পুলিশ, বেপরোয়া গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু!
দেখা যায় সেখানে ৫০টি মোষ আছে। এদিকে পুলিশ দেখেই কন্টেনার ফেলে পালানোর চেষ্টা করেছিল পাচারকারীরা। কিন্তু দুটি কন্টেনার থেকে মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এই কন্টেনার দুটিতে উত্তরপ্রদেশ ও নাগাল্যান্ডের নম্বর প্লেট ছিল বলে জানা গিয়েছে।
ধৃত তিনজনের নাম সাকিম আহমেদ, মহম্মদ সাব্বির ও সানু। ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মোষ পাচারের উদ্দেশ্যে বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে এগুলি সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল বলে পুলিশের দাবি। এর আগে গত বুধবার ফাঁসিদেওয়ার বিধাননগরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে কন্টেনার ও ট্রাক আটক করে ৬৩ টি মোষ উদ্ধার করেছিল পুলিশ। দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত সুপার মনোরঞ্জন ঘোষ জানান, উদ্ধার হওয়া মোষগুলোকে খড়িবাড়ির পশু খোঁয়াড়ে পাঠানো হয়েছে।
বিশ্বজিৎ মিশ্র