West Bardhaman News: মোবাইলে মগ্ন ট্রাফিক পুলিশ, বেপরোয়া গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু!

Last Updated:

শীতলা মোড়ের মত ব্যস্ত এলাকায় সবসময় ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায় না। আর দেখা পাওয়া গেলেও তাঁরা ফোনের দিকে তাকিয়ে বসে থাকেন। ফলে রাস্তা পারাপারের সময় খুব কম সংখ্যক মানুষ তাঁদের সহযোগিতা পান।

+
title=

পশ্চিম বর্ধমান: মাসখানে আগে মৃত্যু হয়েছিল বাবার। দরিদ্র পরিবারটি তখন থেকেই চরম অসহায় অবস্থায় পড়ে। কোনদিন খাবার জোটে, আবার কোনদিন জোটে না। এবার পিকআপ ভ্যানের ধাক্কায় জাতীয় সড়কের উপর মৃত্যু হল ওই পরিবারেরই সবচেয়ে ছোট সদস্যের। আর এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলে। ক্ষুব্ধ জনতার অভিযোগ, যানবাহন নিয়ন্ত্রণ করার পরিবর্তে আসানসোলের ট্রাফিক পুলিশরা মোবাইলে মগ্ন থাকেন! ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে।
গাড়ির ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় আসানসোলের শীতলা মোড় অবরোধ করেন এলাকাবাসী। যার জেরে প্রবল গরমে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় পথচারীদের। বিক্ষোভকারীরা দাবি তোলেন, মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি শীতলা মোড়ের কাছে আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
এদিকে ট্রাফিক পুলিশদের নিয়েও খুশি নয় এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, শীতলা মোড়ের মত ব্যস্ত এলাকায় সবসময় ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায় না। আর দেখা পাওয়া গেলেও তাঁরা ফোনের দিকে তাকিয়ে বসে থাকেন। ফলে রাস্তা পারাপারের সময় খুব কম সংখ্যক মানুষ তাঁদের সহযোগিতা পান।
মাসখানেক আগেই ওই শিশুটির বাবা মারা যান। তিন মেয়ে ও ছোট পুত্র সন্তানকে কোনরকমে মানুষ করছিলেন মা। কিন্তু তারও মর্মান্তিক মৃত্যু হওয়ায় মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবারটি। এই অবস্থায় ক্ষতিপূরণ পেলে পরিবারটি বেঁচে যাবে বলে এলাকার মানুষের দাবি। এই দুর্ঘটনার পরই এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ শুরু হ‌ওয়ার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর। পরে আলাপ আলোচনার পর স্থানীয়রা অবরোধ তুলে নেন।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মোবাইলে মগ্ন ট্রাফিক পুলিশ, বেপরোয়া গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement