জানা গিয়েছে, পানিট্যাঙ্কি থেকে শিলিগুড়ির উদ্দেশে যাচ্ছিল অটোটি। ঠিক সেই সময় উল্টোদিক থেকে শিলিগুড়ি থেকে বিহারগামী দ্রুতগতির এক মারুতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোটির। ঘটনায় অটোটি দুমড়েমুচড়ে যায় এবং মারুতিটি ক্ষতিগ্রস্ত হয়ছে। দুর্ঘটনাগ্রস্ত অটোয় ৭জন মহিলা এবং ২জন পুরুষ ছিলেন এবং মারুতিতে ২যুবক ছিলেন।
আরও পড়ুন: আগামিকাল বাতিল তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন, জেনে নিন কোন কোন ট্রেন
advertisement
আহতদের মধ্যে অর্পিতা দাস, সীতা কুমারী, জারা খান, রনজিৎ কুমার চৌধুরী, সুজিত কুমার ছিলেন। শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি পুলিশ ও দমকলকর্মীরা। আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে অটোয় চাপা পড়ে আটকে থাকে ২জন। দীর্ঘ চেষ্টার পর তাঁদের অটোর ভিতর থেকে বের করা হয়।
ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে রাস্তার দু' ধারে যানজট সৃষ্টি হয়। রাতেই দূর্ঘটনাগ্রস্ত গাড়ি দু' টিকে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। আহত শিলিগুড়ির বাসিন্দা অর্পিতা দাস বলেন, চার চাকার মারুতি আমাদের গাড়িতে ধাক্কা দেয়। শরীরের বিভিন্ন অংশে চোট রয়েছে। পানিট্যাঙ্কির কাজ সেরে ঘরে ফেরার পথে এই ঘটনা। অন্যদিকে স্থানীয় বাসিন্দা বিজয় কুমার সিংহ বলেন, 'দুর্ঘটনার শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। আহতদের অ্যাম্বুল্যান্স করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।'
বিশ্বজিৎ মিশ্র