বাঁকুড়া: আজ শনিবার ফলেই আগামিকাল রবিবারে আপনি যদি বাঁকুড়া থেকে বাইরে যাওয়ার প্ল্যান করে থাকেন এবং ট্রেনে বাইরে যেতে চান তাহলে আপনার কপালে দুঃখ লেখা আছে। এরকম হতে পারে বাঁকুড়া স্টেশনে গিয়ে আপনি দেখাই পেলেন না আপনার বহু প্রতীক্ষিত ট্রেনটির।
প্রসঙ্গত, আগামিকাল ২৬শে ফেব্রুয়ারি রবিবার বাঁকুড়া জংশনে ফুট ওভার ব্রিজের কাজ চলবে। ফুট ব্রিজে কাজ চলায় বৈদ্যুতিক লাইনে প্রায় পাঁচ ঘন্টা ব্লক থাকবে এবং কারণে বন্ধ থাকবে একাধিক ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে রবিবার বেলা ১০:২০ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত বৈদ্যুতিক লাইন ব্লক থাকবে। বৈদ্যুতিক লাইন ব্লক থাকার কারণে বাতিল হয়েছে তিন তিনটি ট্রেন। রবিবার বাঁকুড়া স্টেশনে গিয়ে যাতে আটকে যেতে না হয় তার জন্য জেনে নিন ঠিক কোন কোন ট্রেন বাতিল হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া জংশনে নানান উন্নয়নমূলক কাজ চলছে। সাম্প্রতিক চালু হয়েছে লিফটের পরিষেবা। অমৃত ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁকুড়া জংশনকে, যার ফলে ভবিষ্যতে বাঁকুড়া জংশনে দেখা যেতে পারে চলমান সিঁড়িও। সবকিছুর মধ্যেই আবারও শুরু হল বাঁকুড়া জংশন এর ফুড ব্রিজের কাজ। এই কাজ চলার জন্য রবিবার দশটা কুড়ি মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত ক্যান্সেল করা হয়েছে তিনটি ট্রেন। সেই তিনটি ট্রেন হল, 08680 এবং 08679 আদ্রা - মেদিনীপুর মেমু স্পেশাল , 18035 খড়গপুর হাটিয়া এক্সপ্রেস, 08091 এবং 08094 মশাগ্রাম বাঁকুড়া মেমু স্পেশাল।
Nilanjan Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Trains cancelled