New Business Ideas|| সামান্য ঘাস বিক্রি করেই লাখপতি হচ্ছেন চাষিরা, কীভাবে চলছে ব্যবসা? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
New Business Ideas: মেক্সিকান- সিলেকশান ঘাস বিক্রি করেই লাখপতি জেলার চাষীরা, বাড়ছে আগ্রহ ...
#রাজারহাট: ছাদ বাগান থেকে বাড়ির সৌন্দর্যায়নে জন্য প্রয়োজন বেড়েছে এই বিশেষ ঘাসের। রাজারহাট ব্লকের চাঁদপুর, পাথরঘাটা, রাজারহাট বিষ্ণপুরের গ্রাম পঞ্চায়েত এলাকায় গেলেই চোখে পড়বে দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসের ছবি। চাষিরা মহানন্দে মেক্সিকান ঘাস, সিলেকশন ঘাসের চাষ করছেন। সেই ঘাস বিক্রি করে মোটা টাকা ঘরেও আনছেন। অন্য যে কোনও ফসল, সবজি ছেড়ে কেবল ঘাস চাষেই মজেছেন রাজারহাটের চাষিরা। কারণ এই ঘাস চাষ ঝুঁকিহীন ও লাভদায়ক। ঘাস চাষ করেই ওই এলাকার চাষীরা এখন লাখপতি।
শিখরপুরের মাঠেই দেখা মিলল উজির আলীর। বছর তিরিশের উজির জলের পাইপ নিয়ে সিলেকশান ঘাসের জমিতে জল দিচ্ছিলেন। কাজ করতে করতে তিনি জানান, '১২ বছর ধরে শুধু ঘাস চাষ করছি। আমার কাকা, জ্যাঠারাও এই চাষ করেন। সারাবছরই ঘাস চাষ করা যায়। ঝড়, বৃষ্ঠি, খারাপ আবহাওয়াতেও ঘাসের কোন ক্ষতি হয় না। সারা ভারতবর্ষতো বটেই, বিদেশেও চাহিদা আছে। ঘাস চাষ করেই আমাদের রুটি রুজি চলে।'
advertisement
আরও পড়ুনঃ দিঘায় পর্যটকদের জন্য বিরাট সুখবর! সৈকত শহরে মিলবে দারুণ 'এই' পরিষেবা
উজির আরও জানালেন, এক বিঘা জমিতে সিলেকশান ঘাস চাষ করতে দু হাজার টাকার মত মাটি, পাঁচ হাজার টাকার প্ল্যাস্টিক, ছ’হাজার টাকার সার এবং সাত হাজার টাকার মত খরচ হয়। সব মিলিয়ে ২০ হাজার টাকার মতো খরচ। দু-সপ্তাহের মধ্যেই সেই ঘাস কমপক্ষে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়।
advertisement
advertisement
নার্সারীর চাষিরা আড়াই বাই চার ফুট অর্থাৎ ১০ ফুটের ছোট ছোট কার্পেট তৈরি করেন। সেগুলিই রোল করে বড় বান্ডিল করে তা গাড়ি বোঝাই হয়ে ভিন রাজ্যে চলে যায়। যা বিক্রি হয় চড়া দামে। মাঠ থেকে যে কার্পেট সরাসরি ৩-৪ টাকা বর্গফুট দরে পাইকারি বিক্রি হচ্ছে, তা রিটেলে বিক্রি হচ্ছে দশ টাকা বর্গফুট দরে। তাই অনেকেই এখন মজেছেন এই বিশেষ ঘাস চাষে।
advertisement
Rudra Narayan Roy
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 5:20 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
New Business Ideas|| সামান্য ঘাস বিক্রি করেই লাখপতি হচ্ছেন চাষিরা, কীভাবে চলছে ব্যবসা? জানুন