আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা। সেই জন্য মন্দিরে লোকজন কম যেতেন। এখন পরিস্থিতি বদলেছে। তাই মন্দিরে আগের তুলনায় ভিড় বেশি হয়। এই মন্দির ঘিরে রয়েছে অনেক অজানা কথা। আগে শুধু শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরের শিবের মাথায় জল ঢালতো জঙ্গলে থাকা হাতিরা। শুঁড়ে করে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালতো হাতি।
advertisement
আরও পড়ুন ঃ মহিলাদের স্বনির্ভর করতে পাটের তৈরি জিনিসই সম্বল শিলিগুড়ির উবাচের
যেহেতু সেনাবাহিনীর দ্বারা এই মন্দির তৈরি হয়েছিল তাই আগে তারাই শুধু মন্দিরের দেখভাল করত। তবে এখন মন্দিরের দেখভালে দায়িত্বে রয়েছে মন্দিদের পুরোহিত মহেন্দ্র ঢালী। প্রতি সোমবারেই নিয়ম মেনে সেখানে পুজো হয়। তবে শ্রাবণ মাসে বড় করে পুজোর আয়োজন করা হয়ে থাকে। বহুদূরান্ত থেকে লোক জংলি বাবা শিব মন্দিরের দর্শন করতে আসেন।
শিলিগুড়ি খবর | Siliguri News
বিগত বছরগুলিতে কোভিডের কারণে সেভাবে লোক না আসলেও এবছর শ্রাবণ মাসের শুরুর দিন থেকেই পুন্যার্থীদের ঢল দেখা যায় এই মন্দিরে। মন্দিরের পুরোহিত মহেন্দ্র ঢালী জানান, “১৯৯১ সাল থেকে আমি এই মন্দিরের দায়িত্বে রয়েছি। যেহেতু জঙ্গলের একেবারে মাঝখানে এই মন্দির, তাই আগে এত লোকের আনাগোনা ছিল না। তবে এখন সময়ের সঙ্গে এই মন্দির সকলের পরিচিত হয়েছে। অনেকে মানত করেছেন এই মন্দিরে। শ্রাবণ মাসে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়।”
আরও পড়ুন ঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! যুবতী অন্তঃসত্ত্বা হতেই ঘটল কাণ্ড! যা করল প্রেমিক!
পুজো দিতে আসা এক পুন্যার্থী প্রার্থনা পাল জানান, “আজ শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। আমি প্রথমবার এই মন্দিরের পুজো দিতে আসলাম। জঙ্গলের মাঝখানে এমন মন্দির সত্যিই অদ্ভুত।”
অনির্বাণ রায়