TRENDING:

Siliguri News: শ্রাবণ মাসের শুরুতেই জল ঢালতে ভিড় পুণ্যার্থীদের! কোথায় সেই জাগ্রত শিবের মন্দির?

Last Updated:

শুধু এলাকার বাসিন্দারাই নন, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। আগে সেনাবাহিনীর তত্বাবধানে থাকলেও এখন মন্দিরের দেখাশোনার দায়িত্বে আছেন পুরহিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : শ্রাবণ মাসের শুরুতেই শিবের মাথায় জল ঢালতে ভিড় শিলিগুড়ির জংলি বাবা শিব মন্দিরে।এদিন শিবের মাথায় জল ঢালার জন্য শয়ে শয়ে ভক্তরা এসে হাজির হন এই মন্দিরে৷ এলাকার বাসিন্দারাই নন, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন এই মন্দিরে আসেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে৷ ১৯৬৫ সালে ভারতীয় সেনা বাহিনীর একজন স্বপ্নে দেখে এই মন্দিরের স্থাপনা করেছিল। কথিত আছে এই মন্দিরই সেনাবাহিনীর লোকেদের আগলে রাখত। তারপর ১৯৭১ সালে বাংলাদেশ সঙ্গে যুদ্ধের পরে তারা চলে যান।
advertisement

আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা। সেই জন্য মন্দিরে লোকজন কম যেতেন। এখন পরিস্থিতি বদলেছে। তাই মন্দিরে আগের তুলনায় ভিড় বেশি হয়। এই মন্দির ঘিরে রয়েছে অনেক অজানা কথা। আগে শুধু শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরের শিবের মাথায় জল ঢালতো জঙ্গলে থাকা হাতিরা। শুঁড়ে করে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালতো হাতি।

advertisement

আরও পড়ুন ঃ মহিলাদের স্বনির্ভর করতে পাটের তৈরি জিনিসই সম্বল শিলিগুড়ির উবাচের

যেহেতু সেনাবাহিনীর দ্বারা এই মন্দির তৈরি হয়েছিল তাই আগে তারাই শুধু মন্দিরের দেখভাল করত। তবে এখন মন্দিরের দেখভালে দায়িত্বে রয়েছে মন্দিদের পুরোহিত মহেন্দ্র ঢালী। প্রতি সোমবারেই নিয়ম মেনে সেখানে পুজো হয়। তবে শ্রাবণ মাসে বড় করে পুজোর আয়োজন করা হয়ে থাকে। বহুদূরান্ত থেকে লোক জংলি বাবা শিব মন্দিরের দর্শন করতে আসেন।

advertisement

View More

শিলিগুড়ি খবর | Siliguri News

বিগত বছরগুলিতে কোভিডের কারণে সেভাবে লোক না আসলেও এবছর শ্রাবণ মাসের শুরুর দিন থেকেই পুন্যার্থীদের ঢল দেখা যায় এই মন্দিরে। মন্দিরের পুরোহিত মহেন্দ্র ঢালী জানান, “১৯৯১ সাল থেকে আমি এই মন্দিরের দায়িত্বে রয়েছি। যেহেতু জঙ্গলের একেবারে মাঝখানে এই মন্দির, তাই আগে এত লোকের আনাগোনা ছিল না। তবে এখন সময়ের সঙ্গে এই মন্দির সকলের পরিচিত হয়েছে। অনেকে মানত করেছেন এই মন্দিরে। শ্রাবণ মাসে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়।”

advertisement

আরও পড়ুন ঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! যুবতী অন্তঃসত্ত্বা হতেই ঘটল কাণ্ড! যা করল প্রেমিক!

পুজো দিতে আসা এক পুন্যার্থী প্রার্থনা পাল জানান, “আজ শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। আমি প্রথমবার এই মন্দিরের পুজো দিতে আসলাম। জঙ্গলের মাঝখানে এমন মন্দির সত্যিই অদ্ভুত।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শ্রাবণ মাসের শুরুতেই জল ঢালতে ভিড় পুণ্যার্থীদের! কোথায় সেই জাগ্রত শিবের মন্দির?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল