Viral News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! যুবতী অন্তঃসত্ত্বা হতেই ঘটল কাণ্ড! যা করল প্রেমিক!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Viral News: যুবতীর সঙ্গে একী করলেন যুবক! জানলে চমকে যাবেন!
শিলিগুড়ি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ২০১৫ সালে দীপজ্যোতি চৌধুরী নামে এক যুবকের সঙ্গে শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা এক যুবতীর পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীপজ্যোতি যুবতীকে জানায়, ২০২৩ সালের মধ্যে স্বাবলম্বী হয়ে বিয়ে করবে যুবতীকে।
এদিকে অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার যুবতীর সঙ্গে সহবাস করে দীপজ্যোতি। এরমধ্যেই যুবতী গর্ভবতী হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিতে থাকে। অভিযোগ, এরপরই জোর করে যুবতীর গর্ভপাত করায় দীপজ্যোতি। অবশেষে পুলিশের দ্বারস্থ হয় যুবতী।
আরও পড়ুন: খাওয়া-হোটেল সব থাকবে! বৈষ্ণোদেবী-সহ উত্তর ভারত ভ্রমণের জন্য স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন চালু!
advertisement
advertisement
সোমবার রাতে শিলিগুড়ি মহিলা থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুবতী।অভিযোগের ভিত্তিতে রাতেই প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে ভুলিয়ে, ফুসলিয়ে সে তার সঙ্গে দিনের পর দিন সহবাস করে। আর তার জেরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত দীপজ্যোতি সব রকম যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ । মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 7:01 PM IST