TRENDING:

Siliguri News: ডেঙ্গু ক্রমশ ঊর্ধ্বমুখী শহরে! এবার মৃত ১ কিশোরী

Last Updated:

ডেঙ্গু ক্রমশ ঊর্ধ্বমুখী। আবার ডেঙ্গুতে মৃত্যু হল একজনের৷ এবার মৃত্যু হল এক ১৫ বছরের কিশোরীর। এই নিয়ে এক সপ্তাহে দুজনের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল। চলতি বছরে এটিই দ্বিতীয় মৃত্যু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : ডেঙ্গু ক্রমশ ঊর্ধ্বমুখী। আবার ডেঙ্গুতে মৃত্যু হল একজনের৷ এবার মৃত্যু হল এক ১৫ বছরের কিশোরীর। এই নিয়ে এক সপ্তাহে দুজনের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল। চলতি বছরে এটিই দ্বিতীয় মৃত্যু। পাশাপাশি চব্বিশ ঘন্টায় ৫২ জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা পাঁচশো পার করে গিয়েছে। ঘটনায় ব্যাপক উদবেগ ও আতঙ্কে শহরবাসী। অন্যদিকে প্রশ্ন উঠছে পৌরনিগম, স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের ভূমিকা নিয়েও। কেনও এখনও ডেঙ্গি পরিস্থিতিতে লাগাম টানতে পারছে না প্রশাসন? মাত্র এক মাসে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে শিলিগুড়ি পৌর এলাকায়।
advertisement

শিলিগুড়ি পৌরনিগমের পাশাপাশি নকশালবাড়ি ব্লকের বাগডোগরা মাটিগাড়া এলাকাতেও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির হানা। স্বাস্থ্য দফতর শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দার। মৃতার নাম টুইঙ্কেল বর্মা (১৫) সে একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। এখনও তার পরিবারের আরও চারজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রয়েছে। ১৩ সেপ্টেম্বর ওই কিশোরীর জ্বরে আক্রান্ত হয়।

advertisement

আরও পড়ুনঃ ঠাকুর বিসর্জন দিতে গিয়ে করুণ পরিনতি! নদীতে তলিয়ে গেল যুবক

তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু দ্রুত ওই কিশোরীর প্লেটলেট কমতে থাকে। প্লেটলেট কমে ২৫ হাজারে চলে আসে। লিভার, ফুসফুস সহ একে একে তার অন্যান্য অঙ্গ নিষ্ক্রিয় হতে শুরু করে।চিকিৎসকরা চেষ্টা করলেও রবিবার ওই কিশোরী মারা যায়। মৃতার বাবা বলেন, "বাড়ির আরও কয়েকজন সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তারাও চিকিৎসাধীন। ১৩ তারিখ মেয়ের জ্বর আসে। নার্সিংহোমে ভর্তি করি। কিন্তু লাভ হলো না।"

advertisement

View More

আরও পড়ুনঃ ডাকঘরের সামনে আবর্জনার স্তুপ, গন্ধে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের!

এর আগে ওই ওয়ার্ডকে প্রশাসন স্বাস্থ্য দফতর স্পর্শকাতর ওয়ার্ড হিসেবে চিহ্নিত করেছিল। খোদ ওই ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মাহাতোও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তিনি শনিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পাশাপাশি চলতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিলিগুড়ির মিলনপল্লির এক সরকারি কর্মীর মৃত্যু হয়। পৌরনিগমের তরফে ওই ওয়ার্ডে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও রাশ টানা সম্ভব হয়নি আক্রান্তর সংখ্যায়।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ডেঙ্গু ক্রমশ ঊর্ধ্বমুখী শহরে! এবার মৃত ১ কিশোরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল