Siliguri News: ডাকঘরের সামনে আবর্জনার স্তুপ, গন্ধে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের!

Last Updated:

বাগডোগরা ডাকঘর চত্বর এখন হয়ে উঠেছে বাজারের আবর্জনা ফেলার জায়গা৷ ডাক অফিস চত্বরে জমেছে আবর্জনার স্তুপ৷ সমস্যায় ডাক অফিস আসা সাধারণ মানুষ জন৷ প্রতিনিয়ত কাজের জন্য মানুষের ডাকঘরে আসতে হয়।

+
title=

#বাগডোগরা : বাগডোগরা ডাকঘর চত্বর এখন হয়ে উঠেছে বাজারের আবর্জনা ফেলার জায়গা৷ ডাক অফিস চত্বরে জমেছে আবর্জনার স্তুপ৷ সমস্যায় ডাক অফিস আসা সাধারণ মানুষ জন৷ প্রতিনিয়ত কাজের জন্য মানুষের ডাকঘরে আসতে হয়। কিন্তু ডাকঘরের সামনে এত নোংরা থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে পরিষেবা। আবর্জনার দুর্গন্ধে নরক কুন্ড হয়ে উঠেছে বাগডোগরা ডাকঘর ৷ অভিযোগ বারবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত মেলেনি কোন সুরাহা। ডিজিটাল যোগাযোগের দাপটে মানুষ তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার আর ডিজিটাল জিনিসে আকৃষ্ট হলেও ডাক বিভাগের বিভিন্ন পরিষেবার জন্য মানুষকে আসতে হয় ডাকঘরে৷
যদিও আগের মতো ডাক বিভাগের অফিসে ভিড় নেই তবুও কেন্দ্র সরকারের বিভিন্ন পরিষেবার জন্য মানুষকে প্রায় যেতে হয় ডাক অফিসে৷ পাশেই বাগডোগরা বাজারের সমস্ত ময়লা ডাকঘরের সামনে ফেলা হয়।ফলে সমস্ত জায়গা জুড়ে ছড়ায় দুর্গন্ধ। বাগডোগরা ডাকঘরের এই অবস্থার জন্য সমস্যায় এলাকার মানুষ৷ প্রসঙ্গত, শিলিগুড়িতে প্রায় ৩৯ টি পোস্ট অফিস রয়েছে যার মধ্যে শাখা অফিস এবং সাব অফিস রয়েছে।
advertisement
advertisement
এটি শিলিগুড়িতে প্রতিদিনের লজিস্টিক চাহিদা মেটাতে মেল পরিষেবা, প্রিমিয়াম পণ্য যেমন ব্যবসায়িক পোস্ট, মিডিয়া পোস্ট, স্পিড পোস্ট, লজিস্টিক পোস্ট ইত্যাদি, খুচরা পরিষেবা, আর্থিক পরিষেবা, কাস্টমার কেয়ার এবং অন্যান্য। স্থানীয় জনগণকে বেশ কয়েকটি প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করে থাকে ডাকঘর। কিন্তু ডাকঘরের সামনে এরকম অবস্থা হওয়ায় খানিকটা আশাহত স্থানীয়রা।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মৃত এক
স্থানীয় বাসিন্দা মলয় রায়ের কথায় পোস্ট অফিসে নিত্য কাজ থাকায় প্রতিদিনই আসতে হয় কিন্তু এত দুর্গন্ধ যে থাকা যায় না পাশেই বাজারের সমস্ত নোংরা আবর্জনা ফেলে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে ফেলেছে অনেকবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোন কাজ হয়নি। অন্যদিকে সিকদার বাবু বলছেন পোস্ট অফিসে আসাটা অনেকটা নরককুন্ডে প্রবেশ করার মতন হয়ে গেছে এত দুর্গন্ধ। আসার রাস্তাটাও খারাপ অতি দ্রুত সমস্যার সমাধান না করলে হয়রানির শিকার হতে হচ্ছে।এ বিষয়ে ডাকঘরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে চাননি।
advertisement
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ডাকঘরের সামনে আবর্জনার স্তুপ, গন্ধে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement