Siliguri News: শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মৃত এক

Last Updated:

শহরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কিছুতেই পিছু ছাড়ছে না ডেঙ্গু। এবার ডেঙ্গুর হানায় মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনায় একদিকে যেমন উদ্বেগে শহরবাসী।

#শিলিগুড়ি : শহরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কিছুতেই পিছু ছাড়ছে না ডেঙ্গু। এবার ডেঙ্গুর হানায় মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনায় একদিকে যেমন উদ্বেগে শহরবাসী। অন্যদিকে প্রশ্ন উঠছে পৌরনিগম, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে। এদিকে মাত্র দুই সপ্তাহে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে শিলিগুড়ি পৌর এলাকায়। এখনও পর্যন্ত পরিস্থিতি ট্রিপল সেঞ্চুরি পার করেছে। এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। গত চব্বিশ ঘন্টায় এক জনের মৃত্যুর পাশাপাশি ১৯জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম সঞ্জিত রায় (৪০)। তিনি পূর্ত দপ্তরের কর্মী ছিলেন। শিলিগুড়ি পৌরনিগমের ২৫নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। যদিও তার পরিবার ফুলবাড়ি ১নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে। পরিবারে স্ত্রী ছেলে রয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। প্রথমে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।
advertisement
advertisement
 
 
এরপর তার রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু এনএস ওয়ান পজিটিভ আসে। মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়। ডেঙ্গুর পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। এদিকে ওই আবাসনেই আটজন ডেঙ্গুতে আক্রান্ত রয়েছেন। অন্যদিকে ডেঙ্গিতে আক্রান্ত হলেন খোদ শিলিগুড়ি পৌরনিগমের নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনিতা মাহাতো। পাশাপাশি ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হলেন আরও ২১ জন। এর আগে অনিতা মাহাতোর ওয়ার্ডকেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছিল শিলিগুড়ি পৌরনিগম।
advertisement
আরও পড়ুনঃ পথবাতি না থাকায় বাড়ছে চুরি ছিনতাই! সমস্যায় এলাকাবাসী
এই মুহূর্তে তিনি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে খবর পেয়েই তাঁকে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন,"আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে সব নর্দমা পরিষ্কার করে দিচ্ছি। পৌরনিগমের পক্ষ থেকে প্রয়োজনে সচেতনতা শিবির করা হবে। অনিতা মাহাতোকেও দেখেছি এখন সুস্থ আছে তবে ডেঙ্গি নিয়ে চিন্তার বা ভয়ের কিছু নেই।" তিনি আরো জানান "যে সকল ওয়ার্ডে ডেঙ্গুবেশি আমি নিজে সেখানে যাব। পৌরনিগম সবরকম ব্যবস্থা নিচ্ছে। তবে মানুষকে আরও সচেতন হতে হবে। রাতে মশারি টাঙিয়েই ঘুমাতে হবে।"
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মৃত এক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement