TRENDING:

DA West Bengal: '৩% ডিএ অপমানজনক!', শিলিগুড়ির শিক্ষক যা কাণ্ড ঘটালেন, অবিশ্বাস্য! তুমুল শোরগোল

Last Updated:

DA West Bengal: শিক্ষকের ওই অভিনব প্রতিবাদকে ঘিরে জোর জল্পনার সৃষ্টি হয়েছে শহরে। জানা গিয়েছে, শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের বাংলা বিভাগের সহকারী শিক্ষক প্রবীর বর্মন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মহার্ঘ্য ভাতার দাবিতে রাজ‍্য জুড়ে সকল সরকারি কর্মচারীদের বিক্ষোভের ফল স্বরূপ রাজ‍্য সরকার ৩% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির নির্দেশিকা দেন, কিন্তু তাতেও ক্ষোভের প্রশমিত হয়নি। সরকারের ঘোষিত ৩ শতাংশ ডিএ ফিরিয়ে দিলেন শিলিগুড়ির এক স্কুল শিক্ষক। শিলিগুড়ি বয়েজ স্কুলের শিক্ষক প্রবীর কুমার বর্মণ সাফ জানিয়ে দেন সরকারের দেওয়া তিন শতাংশ ডিএ ফিরিয়ে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে সরকারি স্কুলের ওই শিক্ষকের ক্ষোভ, “ভিক্ষার দান চাই না।”
advertisement

শিক্ষকের ওই অভিনব প্রতিবাদকে ঘিরে জোর জল্পনার সৃষ্টি হয়েছে শহরে। জানা গিয়েছে, শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের বাংলা বিভাগের সহকারী শিক্ষক প্রবীর বর্মন। তিনি শিলিগুড়ি শিক্ষা জেলা বিদ্যালয় পরিদর্শককে চিঠি দিয়ে তার মহার্ঘ্য ভাতা নিতে অস্বীকারের কথা জানিয়েছেন। শিক্ষকের ওই ভূমিকায় কিছুটা হলেও অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ট্রেনের শেষ কামরার পিছনে বড় করে X চিহ্ন থাকে কেন, কারণ জানেন? চোখ কপালে উঠবে

advertisement

মহার্ঘ্য ভাতার দাবিতে রাজ‍্য জুড়ে সকল সরকারি কর্মচারীদের বিক্ষোভ চলছে। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলেত শিক্ষক প্রবীর বর্মণ রাজ‍্য সরকারের ঘোষণা করা ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা নিতে অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্তকে ও জেলা বিদ্যালয় পরিদর্শককে চিঠি দেন। যখন গোটা রাজ‍্য বকেয়া ভাতার দাবিতে রাজ‍্য সরকারি কর্মচারীরা আন্দোলনে সামিল।

View More

আরও পড়ুন: ভৌতিক শব্দ-আলো, কাছেই এ পাহাড়ে আজও উঠতে পারেনি কোনও মানুষ! কারণ জানলে আঁতকে উঠবেন

advertisement

উৎপল দত্ত জানান, "তিনি মহার্ঘ্য ভাতা নেবেন না। একটি চিঠি দিয়েছেন।সেটি গ্রহণ করে ডিআই অফিসে সময় মত পাঠিয়ে দেওয়া হবে।" মহার্ঘ্য ভাতা অস্বীকার প্রসঙ্গে প্রবীর বর্মন বলেন, "ডিএ নিয়ে ২০১৬ সাল থেকে আন্দোলন করে আসছি। ডিএ আমাদের নৈতিক অধিকার। এই ডিএ নিয়ে সরকার পক্ষ যে বিবৃতি দিয়েছে তা অপমানজনক। ৩৯% বাকি মহার্ঘ্য ভাতার মধ্যে মাত্র ৩% দিচ্ছে। ৩ শতাংশ ভাতা না নিয়ে সরকারের কোনো কাজে ব‍্যবহৃত হোক।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

----অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
DA West Bengal: '৩% ডিএ অপমানজনক!', শিলিগুড়ির শিক্ষক যা কাণ্ড ঘটালেন, অবিশ্বাস্য! তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল