Bhutan: ভৌতিক শব্দ-আলো, কাছেই এ পাহাড়ে আজও উঠতে পারেনি কোনও মানুষ! কারণ জানলে আঁতকে উঠবেন

Last Updated:
Bhutan: অনেকেরই অবশ্য দাবি, তিব্বতের পাশে থাকা এই পাহাড়ে ইয়েতি থাকে। আবার কারও মতে, এই পাহাড়ে ঈশ্বরেরও বাস রয়েছে।
1/6
এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বতারোহীদের পা পড়েছে। জানলে অবাক হবেন, এভারেস্টের চেয়েও কম উচ্চতাসম্পন্ন একটি পাহাড়ে আজও কেউ উঠতে পারেনি। রহস্যজনকভাবে কাজটি অসম্পন্নই রয়ে গেছে।
এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বতারোহীদের পা পড়েছে। জানলে অবাক হবেন, এভারেস্টের চেয়েও কম উচ্চতাসম্পন্ন একটি পাহাড়ে আজও কেউ উঠতে পারেনি। রহস্যজনকভাবে কাজটি অসম্পন্নই রয়ে গেছে।
advertisement
2/6
সেই হিমালয় পর্বতমালার একটি পাহাড়েই আজও কেউ চড়ে উঠতে পারলেন না। এ পাহাড়ের পরতে পরতে মিশে আছে রহস্য। শুনলে অবাক হবেন, পাহাড়টির উচ্চতা বিভিন্ন সময়ে মাপা হলেও প্রতিবারই পাহাড়টির উচ্চতা অন্য মাপ এসেছে।
সেই হিমালয় পর্বতমালার একটি পাহাড়েই আজও কেউ চড়ে উঠতে পারলেন না। এ পাহাড়ের পরতে পরতে মিশে আছে রহস্য। শুনলে অবাক হবেন, পাহাড়টির উচ্চতা বিভিন্ন সময়ে মাপা হলেও প্রতিবারই পাহাড়টির উচ্চতা অন্য মাপ এসেছে।
advertisement
3/6
তবে, বেশিরভাগেরই ধারণা, পাহাড়টির উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুট মতো। এটিই হল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ যা এখনও মানুষ জয় করে পারেনি। পাহাড়টির নাম হল গাঙখার পুয়েনসাম। যা ভুটানে অবস্থিত। এই পাহাড় হল ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ।
তবে, বেশিরভাগেরই ধারণা, পাহাড়টির উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুট মতো। এটিই হল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ যা এখনও মানুষ জয় করে পারেনি। পাহাড়টির নাম হল গাঙখার পুয়েনসাম। যা ভুটানে অবস্থিত। এই পাহাড় হল ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ।
advertisement
4/6
কিন্তু কেন সেই পাহাড়ে উঠতে পারেনি কেউ? স্থানীয়দের অনেকেই দাবি করেছেন, এই পাহাড় থেকে বিভিন্ন সময় অদ্ভুত সব শব্দ ভেসে আসে। এমনকি নানা ধরনের আলোও দেখা গিয়েছে বলে দাবি করেন অনেকেই।
কিন্তু কেন সেই পাহাড়ে উঠতে পারেনি কেউ? স্থানীয়দের অনেকেই দাবি করেছেন, এই পাহাড় থেকে বিভিন্ন সময় অদ্ভুত সব শব্দ ভেসে আসে। এমনকি নানা ধরনের আলোও দেখা গিয়েছে বলে দাবি করেন অনেকেই।
advertisement
5/6
অনেকেরই অবশ্য দাবি, তিব্বতের পাশে থাকা এই পাহাড়ে ইয়েতি থাকে। আবার কারও মতে, এই পাহাড়ে ঈশ্বরেরও বাস রয়েছে। শুধু তাই নয়, এ পাহাড়ে পৌরাণিক প্রাণীরা থাকে বলেও অনেকের বিশ্বাস।
অনেকেরই অবশ্য দাবি, তিব্বতের পাশে থাকা এই পাহাড়ে ইয়েতি থাকে। আবার কারও মতে, এই পাহাড়ে ঈশ্বরেরও বাস রয়েছে। শুধু তাই নয়, এ পাহাড়ে পৌরাণিক প্রাণীরা থাকে বলেও অনেকের বিশ্বাস।
advertisement
6/6
পাহাড়টির নামের অর্থ হল ৩ আধ্যাত্মিক ভাইয়ের সাদা পাহাড়। এই পাহাড় ভুটানের মানুষের কাছে একটি পবিত্র স্থান। তবে এই পাহাড়ের রহস্য আজও উন্মোচিত হয়নি।
পাহাড়টির নামের অর্থ হল ৩ আধ্যাত্মিক ভাইয়ের সাদা পাহাড়। এই পাহাড় ভুটানের মানুষের কাছে একটি পবিত্র স্থান। তবে এই পাহাড়ের রহস্য আজও উন্মোচিত হয়নি।
advertisement
advertisement
advertisement