TRENDING:

Crime News: গ্যাস কাটার দিয়ে এটিএম এর ভল্ট কেটে টাকা লুট, তদন্তে পুলিশ

Last Updated:

পাশের একটি লজের সিসিটিভিতে দেখা যায় ৩ জন ভোররাত ৩টে নাগাদ এটিএম কাউন্টারে ঢোকে।গ্যাস কাটারের জন্য একটি গ্যাস সিলিন্ডার নিয়ে তাদের ঢুকতে দেখা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : গ্যাস কাটার দিয়ে এটিএম এর ভল্ট কেটে সেখান থেকে টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা।  শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার অন্তর্গত রাঙাপানি সুপার মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে।জানা গিয়েছে, শনিবার ভোররাতে একটি এটিএম কাউন্টারে ঢুকে গ্যাস কাটার দিয়ে সেখানকার ভল্ট কেটে টাকা নিয়ে পালায় দুষ্কৃতিরা।সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই পুলিশকে জানান তারা। ঘটনার খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ সেখানে পৌঁছায়।
পাশের একটি লজের সিসিটিভিতে দেখা যায় ৩ জন ভোররাত ৩টে নাগাদ এটিএম কাউন্টারে ঢোকে
পাশের একটি লজের সিসিটিভিতে দেখা যায় ৩ জন ভোররাত ৩টে নাগাদ এটিএম কাউন্টারে ঢোকে
advertisement

ওখানে দেখা যায়, এটিএম এর নীচে ভল্ট রয়েছে সেটি গ্যাস কাটার দিয়ে কাঁটা হয়েছে।এরপরই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ।পাশের একটি লজের সিসিটিভিতে দেখা যায় ৩ জন ভোররাত ৩টে নাগাদ এটিএম কাউন্টারে ঢোকে।গ্যাস কাটারের জন্য একটি গ্যাস সিলিন্ডার নিয়ে তাদের ঢুকতে দেখা গিয়েছে।

আরও পড়ুন –  Cyclonic Circulation: ঘন কালো মেঘে ঢাকা আকাশ, উত্তর থেকে দক্ষিণ তুমুল তোলপাড় বৃষ্টি, লেটেস্ট ওয়েদার আপডেট

advertisement

পুলিশ সূত্রে খবর, ওই এটিএম কাউন্টারে প্রায় ৩ লক্ষ টাকা ছিল।ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। তবে এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

View More

স্থানীয় রাম সূত্রধর জানান, বহু বছর ধরে এই এটিএম সেন্টারে কোনো সিসিটিভি ব্যাবস্থা নেই, না আছে কোনো সিকিউরিটি ব্যাবস্থা, রাঙাপানি এটিএম এর পাশে থাকা এক লজের সি সি টিভি ফুটেজ থেকে দেখা যায় একটি গাড়ি করে জনা তিনেক জন নেমে গ্যাস কাটার দিয়ে মুহূর্তের মধ্যে এ টি এম লুঠ করে নিয়ে যায়।” গাড়ীর ভিতর আরও কয়েক জন ছিল বলে তাদের অনুমান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ANIRBAN ROY

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Crime News: গ্যাস কাটার দিয়ে এটিএম এর ভল্ট কেটে টাকা লুট, তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল