আরও পড়ুন - Madhyamik Exam Tips: হাতে গোনা আর কয়েকটা দিন, রইল ইতিহাসের পরীক্ষার জন্য শেষ মহূর্তের টিপস
উল্লেখ্য, তিন ধাপে ৭০টি ক্রেশ ও ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে শিলিগুড়িতে। প্রথম পর্যায়ে, মোট ২৪ টি ক্রেশ এবং ১০টি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। এর মধ্যে, আলিপুরদুয়ার জেলায় ছয়টি ক্রেশ এবং তিনটি স্বাস্থ্যকেন্দ্র, জলপাইগুড়িতে ১২টি ক্রেশ এবং চারটি কেন্দ্র, দার্জিলিংয়ে চারটি ক্রেশ এবং দুটি কেন্দ্র, কালিম্পংয়ে একটি ক্রেচ এবং একটি স্বাস্থ্যকেন্দ্র এবং একটি ক্রেশ তৈরি করা হবে। উত্তর দিনাজপুর জেলায়।
advertisement
আরও পড়ুন - Valentine's Day: হায় ভালবাসা, পণ নিয়ে টানাপোড়েন, বউকে প্রেমের দিনে ছুরি মারল খোদ স্বামী
দ্বিতীয় পর্যায়ে ২০টি ক্রেশ ও ২১টি স্বাস্থ্যকেন্দ্র এবং তৃতীয় ধাপে ২৬টি ক্রেশ ও ১২টি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিটি ক্রেশ ৫০ জন শিশু থাকতে পারে।স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ক্রেচগুলি চালানোর দায়িত্ব দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রে প্রতি-সময়ে একজন চিকিৎসক ও দুইজন নার্স উপস্থিত থাকবেন। স্থানীয় ফার্মাসিস্টরা কেন্দ্রগুলি পরিচালনা করবেন। সব খরচ সরকার বহন করবে।
কিভাবে এই প্রকল্পকে বাস্তবায়িতার রুপ দেওয়া যায় সেই লক্ষ্যে এই বৈঠক বলে জানান তিনি। তিনি জানান "আমরা মূলত নির্মাণ কাজের শ্রমিকদের জন্য এই ক্রেচ এবং স্বাস্থ্যকেন্দ্রগুলি নির্মাণ করছি। যদিও, প্রয়োজনে অন্যদের সেখানে অনুমতি দেওয়া হবে"
অনির্বাণ রায়