Valentine's Day: হায় ভালবাসা, পণ নিয়ে টানাপোড়েন, বউকে প্রেমের দিনে ছুরি মারল খোদ স্বামী
- Published by:Debalina Datta
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
Valentine's Day: প্রকাশ্য রাস্তায় হামলা, পণ নিয়ে বিবাদে শ্রীঘরে অভিযুক্ত স্বামী, ঘটনা ঘিরে চাঞ্চল্য।
মালদহ: আজ ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভালোবাসার দিনেই ভালোবাসার পাত্রীকে ছুরি মারল স্বামী। সম্পর্কে ছেদ পড়ায় বিয়ের সময় পণ বাবদ দেওয়া কয়েক লক্ষ লক্ষ টাকা ফেরত চাওয়াতেই বিপত্তি। প্রকাশ্য রাস্তায় আক্রান্ত হতে হল স্ত্রীকে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত স্বামী। ঘটনা ঘিরে শোরগোল মালদহের চাঁচলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জখম ওই গৃহবধূর নাম রুজি খাতুন। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বরুই এলাকায়। মাস আটেক আগে সম্বন্ধ করে চাঁচল থানার সিঙ্গিয়া এলাকার যুবক আব্দুল গনির সঙ্গে বিয়ে হয় রুজি খাতুনের। কিন্তু, বিয়ের পর থেকেই শুরু হয় নানান অশান্তি। বিয়ের পর পণের জন্য স্ত্রী-র সঙ্গে নানা অত্যাচার শুরু করে স্বামী আব্দুল গনি। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে আসেন নির্যাতিতা গৃহবধূ। মালদহের নির্যাতিতার মা ছবি খাতুন সম্পত্তি বিক্রি করে জামাইয়ের দাবি মতো পণ বাবদ লক্ষাধিক টাকা দেন। কিন্তু, তারপরেও আরও টাকার চাপ দিতে থাকে অভিযুক্ত আব্দুল গনি।
advertisement
আরও পড়ুন - New Business Ideas: প্রেমের গুনগুন গুঞ্জনেই লুকিয়ে টাকার ঝনঝন, শুনতে পাচ্ছেন কি এই ভ্যালেন্টাইন্স ডে-তে?
advertisement
কিন্তু, মেয়ের পরিবার জামাইয়ের সেই দাবি পূরণ করতে ব্যর্থ হয়। এরপরই রুজি খাতুনের কাছ থেকে বিচ্ছেদ চান আব্দুল গনি। বিচ্ছেদের পরে রুজি খাতুন বিয়েতে দেওয়া পণের টাকা স্বামীর কাছে ফেরত চাইতে গেলে অভিযুক্ত স্বামী আব্দুল গনি বেধড়ক মারধর করে তাঁকে। শুধু তাই নয়, ভ্যালেন্টাইন্স ডে-র দিন সকালে চাঁচোলের নেতাজি মোড়ে ছুরি দিয়ে স্ত্রীর মুখে আঘাত করে স্বামী আব্দুল গনি বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নেতাজি মোড় এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি করে জখম রুজি খাতুনকে চাঁচল হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চাঁচোল থানায় অভিযুক্ত জামাই আব্দুল গনির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন রুজি খাতুনের মা ছবি খাতুন।
advertisement
আক্রান্তের মা ছবি খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে নানা অশান্তি শুরু করে জামাই। শুধু তাই নয়, আমরা জানতে পারি জামাই পূর্বে আরও একটি বিয়ে করেছিল। তিনি বলেন, ‘‘আমার কাছে লক্ষ লক্ষ টাকা পণ নেই। কিন্তু, তারপরও আমার মেয়েকে সে তালাক দেয়। আমার মেয়ে সেই টাকা ফেরৎ চাইতে গেলে মেয়েকে ব্যাপক মারধর করে জামাই। এমনকি মুখে চাকুর কোপ মারা হয়।’’ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি ওর শাস্তি চাই। ওই ঘটনায় অভিযুক্ত আব্দুল গনিকে গ্রেফতার করেছে মালদহের চাঁচল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
Sebak DebSarma
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 4:07 PM IST